শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনেমা হল খোলার সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বরের পর : তথ্যমন্ত্রী

মনিরুল ইসলাম : [২] বৃহস্পতিবার সচিবালয়ে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক, পরিচালক ও প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে হাছান মাহমুদ এ কথা জানিয়েছেন।

[৩] চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, আমরা চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য সাক্ষাৎ করেছি। আমরা আমাদের ৩দফা দাবি তুলে বক্তব্য রেখেছি। ক্ষতিগ্রস্থ প্রযোজকদেরকে অর্থ সাহায্য, সিনেমা হল পুনঃনির্মাণে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান , বছরে ৬/৮টি ভারতীয় হিন্দি ছবি আমদানি সুযোগসহ বন্ধ থাকা সিনেমা হল খুলে দেবার কথা বলেছি।

[৪] খসরু বলেন, আগে আমরা হিন্দি ছবির আমদানি দাবি করিনি। এখন সিনেমা হল বাঁচানোর দাবিতে ভারতীয় হিন্দি ছবির আমদানির দাবি জানাচ্ছি।

[৫] তথ্যমন্ত্রী আমাদের বক্তব্য শুনে সিনেমা হলগুলো খোলার ব্যাপারে বলেন, আমি আপনারাদের সঙ্গে ইতোপূর্বেও আলোচনা করেছি। তবে এই মাসে কোভিড-১৯-এর প্রতিদিনের যে মৃত্যুর হার, মৃত্যুর সংখ্যা কিংবা আক্রান্তের সংখ্যা যেটি দেখতে পাচ্ছি, এটি আসলে খুব বেশি কমেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারন বুধবারও ৫৪ জন মৃত্যুবরণ করেছেন। সুতরাং এই পরিস্থিতিতে খোলাটা কতটুকু যৌক্তিক হবে সেটা একটা বড় প্রশ্ন। আমি অনুরোধ জানাব, আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে তারপর এর আগে খোলা কতটুকু সমীচীন হবে।

[৬] তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমা হলগুলো উন্নয়নের জন্য অনেক আন্তরিক। যখনই আমি কথা বলেছি, তিনি এ ব্যাপারে নানা পরামর্শ-নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্ট আমাকে বলেছেন, আমি চাই প্রতি উপজেলায় অন্তত একটি করে সিনেমা হল হোক। গত একনেক মিটিংয়ে তিনি আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন, যাতে আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে সিনেমা হলগুলোকে আধুনিকায়নের জন্য কিছু করা যায়। এ নিয়ে আমি আইসিটি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা বসব। তাদের মন্ত্রণালয়ের মাধ্যমে কীভাবে কী করা যায়।

[৭] তথ্যমন্ত্রী বলেন, আপনাদের সঙ্গে করা আলোচনার বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, সিনেমা হল যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করা এবং নতুন সিনেমা হল চালু করার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি সফট লোন দেয়ার ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশনা দেবেন।

[৮] এ সময় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও প্রর্দশক সমিতির মিয়া আলাউদ্দিনের নেতৃত্বে অনান্য নেতারা উপস্থিত । সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়