জোহরুল ইসলাম : [২] ‘‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক যোগে ৭টি বিট পুলিশিং কার্যলয়ের উদ্বোধন করা হয়েছে।
[৩] বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ১নং কসবা ইউনিয়ন পরিষদের ১নং বিট পুলিশিং কার্যলয়ে এক যোগে ৭টি বিট পুলিশিং কার্যলয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি গোমস্তাপুর (সার্কেল) এএসপি জাহিদুর রহমান ।
[৪] ১নং কসবা ইউনিয়ন পরিষদের ১নং বিট পুলিশিং কার্যলয়ের উদ্বোধন শেষে নাচোল থানার ওসি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি গোমস্তাপুর (সার্কেল) এএসপি জাহিদুর রহমান বলেন,বিট পুলিশিং জনগণের দৌড়গড়ায় আইনের শাসন প্রতিষ্টা ও মাদক ,জঙ্গি,বাল্য বিবাহ নিরোধ এবং অসামাজিক কার্যকলাপ রোধে জনগণকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
[৫] এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, নাচোল থানার কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব আমিরুল ইসলাম সহ ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং কসবা ইউনিয়ন পরিষদের ১নং বিট পুলিশিং কার্যলয়ের দায়িত্বপ্রাপ্ত এসআই নুরুন্নবী ।
[৬] অন্যদিকে নাচোল ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ২নং বিট পুলিশিং কার্যলয়ের দায়িত্ব প্রাপ্ত এসআই সাফুল ইসলাম,৩ নং নাচোল ইউনিয়ন পরিষদের ৩ নং বিট পুলিশিং কার্যলয়ের অফিসার এসআই মুকুল চন্দ্র .৪ নং ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যলয়ের এসআই গোলাম রসুল এবং নাচোল পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের বিট পুলিশিং কার্যলয়ের এসআই জাহাঙ্গীর আলম,৪,৫,৬ নং ওর্য়াডের বিট পুলিশিং কার্যলয়ের এসআই শিশির কুমার চক্রবর্তী এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের বিট পুলিশিং কার্যলয়ের এসআই সমর চন্দ্র আচর্য এর নেতৃত্বে বিট পুলিশিং কার্যলয়ের উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সম্পাদনা : হ্যাপি