শিরোনাম

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি বন্ধ করতে হবে : জিএম কাদের

ইসমাঈল ইমু : [২] বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এক আলোচনা সভায় তিনি অরো বলেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ গণপরিবহনে যাতায়াত করতে হয়, আর এসব গণপরিবহনে যাতায়াত করতে গিয়ে অনেকেই পরিবহন শ্রমিকের দুর্ব্যবহার ও অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হয়।

[৩] তিনি আরো বলেন, রাজধানীতে বাসা থেকে বের হয়েই অফিস-আদালতে গণপরিবহন দিয়েই চলাচল করতে হয়, আর এইসব গণপরিবহন অবিলের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য সৃষ্টি করে। এতে সাধারন জনগন পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি হতে হয়, এইসব নৈরাজ্য থেকে উত্তরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন এবং খুব দ্রুত বাংলাদেশে গণপরিবহন গুলি সংবিধান মেনে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের আহ্বান জানান।

[৪] জিএম কাদের বলেন, করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন গুলো সীমিত আকারে চলাচলের কথা থাকলেও তারা গাদাগাদি করে যাত্রী নিয়ে চলাচল করছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

[৫] জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কে এম সুজন এর সভাপতিত্বে ও জাতীয় তরুণ পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ,জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মোঃ জাকির হোসেন মৃধা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক,আনোয়ার হোসেন তোতা, মোঃ নুরুল ইসলাম নুরু,মোঃ রুবেল মিয়া, মোঃ মোশারফ হোসেন, মোঃ শফি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়