শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবচেয়ে অকুতোভয় প্রাণী ব্যাজার, বাঘ-সিংহকেও মেরে খেয়ে ফেলে (ভিডিও)

সালেহ্ বিপ্লব: [২] আকারে ছোটো হলেও ব্যাজার কিছুকেই পরোয়া করে না, প্রকৃতি তাকে ভয়ংকর অস্ত্রে সাজিয়েছে। দীর্ঘ ও শক্তিশালী নখর এবং তীক্ষè ও ধারালো দাঁত। মজবুত চোয়ালে কাছিমের খোলসও গুঁড়ো হয়ে যায়। হাড়গোড়সহ চিবিয়ে শিকারের আপাদমস্তক খেয়ে ফেলে। দেহের চামড়া পুরু, রাবারের মতো। ছুরি দিয়ে কাটা যায় না, বর্শা বা বল্লম ছুঁড়লে শরীরে লেগে ফিরে আসে। জার্নাল পোস্ট, ইউটিউব, উইকিপিডিয়া, গিনেজ রেকর্ড

[৩] কয়েক মিনিটের মধ্যে মাটিতে লুকানোর মতো গর্ত খুঁড়ে নিতে পারে অস্থির চিত্তের দুর্দান্ত শিকারী প্রাণীটি। বসবাস আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভারত। এরা একাই চলাফেরা করে, জোড়া বাঁধে প্রজনন কালে।

[৪] বিভিন্ন চেহারা ও আকৃতির ব্যাজার আছে। সবচেয়ে বড়ো হয় ইউরোপিয়ান ব্যাজার, প্রায় সাড়ে তিন ফুট। হানি ব্যাজার একদম ছোটো, বেজির মতোই।

[৫] প্রাণীটির খাদ্য তালিকায় রয়েছে শজারু, ছোট কুমির, তরমুজ, বেরি, শিকড়, বিচ্ছু, সাপ, ডিম, পোকামাকড়, ইঁদুর, পাখি, ফল, ব্যাঙ, মানুষের মরদেহ, মধু, ভেড়া, ঘোড়া এবং আরো অনেক কিছু। ব্যাজারের গড় আয়ু ২৪ বছর।

[৬] এরা প্রতিদিন পেটের অর্ধেক ভরায় সাপ খেয়ে। বিষাক্ত সাপে কামড়ালে কিছু হয় না। বড়ো জোর ঘণ্টা-দু’ঘণ্টা বেহুঁশ, তারপর আবার ঠিক। ব্যাজারের সামনে সাপ পড়লেই খতম।

[৭] সাফারিতে গিয়ে ব্যাজারের শিকার করা দেখেছেন পর্যটক ল্যারি হার্নান্দেজ। ফেসবুকে তার ভিডিওতে দেখা গেলো, ৬ ফুটের এক পাইথনকে মেরে ফেলেছে সর্বভূক প্রাণীটি। সঙ্গী ছিলো এক খেঁকশিয়াল।

 

https://www.facebook.com/larry.hernandez/videos/318821502474849/?t=4

  • সর্বশেষ
  • জনপ্রিয়