শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের আয় বাড়াতে বকেয়া আদায়ের পুরোনো পথেই রাজস্ব বোর্ড

বিশ্বজিৎ দত্ত: [২] করোনায় বাজারে গতি আনতে সরকারি বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন, অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর এমনকি পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শামসুল আলমও। তাদের মতে সরকার কেনাকাটা বাড়ালেইতো বাজারে চাহিদার সৃষ্টি হবে।

[৩] বাংলাদেশ ব্যাংকের হিসাবে সরকারের আয় কমেগেছে ২ দশমিক ৪৫ শতাংশ। গত বছর রাজস্ব বোর্ড আয় করেছিল ২২৩৮৯২ কোটি টাকা। এবারে আয় হয়েছে ২১৮৪০৬ কোটি টাকা। অর্থাৎ জুলাইয়ে সরকার ঘাটতিতে পড়েছে ৫৪৮৬ কোটি টাকার।

[৪] রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রেহমাতুল মোনিম বলেন, রাজস্ব বাড়াতে পুরোনো কর বকেয়া আদায় আর আদালতে আটকে থাকা মামলাগুলো নিষ্পতির চেষ্টা করা হচ্ছে। তবে বেশিরভাগ পুরোনো বকেয়া সরকারের বিভিন্ন সংস্থার কাছেই রয়েছে।

[৫] এরবাইরে নতুন কোন পরিকল্পনা আছে কিনা প্রশ্ন করলে তিনি জানান, টেক্সনেটওয়ার্ক বৃদ্ধি ও করদাতার সন্ধান এগুলো রয়েছে। তবে আপনাদের কাছে কোন পরামর্শ থাকলে দিন।

[৬] সাবেক এনবিআর সদস্য আমিনুর রহমান বলেন, রাজস্ব গ্রোথ আসলে রাজনৈতিক ফ্যানোমেনায় আটকে গেছে। ধনীরা কর দিতে চাচ্ছেন না। তাদের কর কমানো হচ্ছে। আর নি¤œ আয়ের মানুষের উপর কর চাপানো হচ্ছে। যেমন করদাতার সন্ধান করে যাদের করের আওতায় আনা হচ্ছে তারা আসলে বাজারের ভোক্তা। নি¤œমধ্যবিত্ত। করের নি¤œতম ¯েøব হলো নীট আয় ৩ লাখ টাকার উপরে গেলে। কিন্তু রিটার্ন দাখিল করলেইতো ৫ হাজার টাকা দিতে হচ্ছে। যাদের কর দেয়ার কথা তারা দেয়না আর যত কর গরীবের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়