শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবলো পিকাসোর ২ কোটি পাউন্ডের ছবি ফুটো করায় ১৮ মাসের জেল

রাশিদুল ইসলাম : [২] পাঁচ মিনিটের জন্যে খ্যাতি চেয়েছিলেন শাকিল রায়ান ম্যাসি। গত বছর ২৮ ডিসেম্বর ঘুষি মেরে পাবালো পিকাসোর ২ কোটি পাউন্ডের ছবি ফুটো করেন ম্যাসি। ব্রিটেনে এ ঘটনার জন্যে ইনার লন্ডন ক্রাউন কোর্ট ১৮ মাসের জেল দিয়েছে শাকিলকে। আর ছবিটি ঠিক করতে সাড়ে ৩ লাখ পাউন্ড খরচ হবে। ডেইলি মেইল

[৩] ২০ বছরের তরুণ ম্যাসি পিকাসোর ওই ছবিটি কাঁচ দিয়ে ঘেরা থাকলেও বিনষ্ট করতে সমর্থ হন। এরপর ম্যাসি তার দোষ স্কীকার করেন। তার আইনজীবী গ্লেন হ্যারিস বলেন তার মক্কেল মনে করেছিল এই ঘটনার জন্যে পাঁচ মিনিটের জন্যে হলেও তার খ্যাতি বাড়বে।

[৪] কিন্তু বিচারক সিলাস রিড বলছেন ইচ্ছাকৃতভাবে ম্যাসি এঘটনা ঘটিয়েছে। পিকাসোর ছবিটির সামনে ম্যাসি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল এরপর সে তার গায়ের কোটটি খুলে মেঝেতে রাখে এবং তারপর ছবিটি লক্ষ্য করে ঘুষি মারে।

[৫] ১৯৪৪ সালে পিকাসো ছবিটি আঁকেন। ছবিটিতে ফটোগ্রাফার দোরা মারকে একটি কালো ধাতব চেয়ারে টুপি পড়ে বসে থাকতে দেখা যাচ্ছে। তেলচিত্রটি আধা বিমূর্ত শৈলীতে আঁকা।

[৬] ম্যাসি স্পেনে স্থাপত্য বিদ্যায় পড়তেন। এ ঘটনার পর তিনি লেখাপড়া ছেড়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়