শিরোনাম

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গালওয়ানের ঘটনা দুর্ভাগ্যজনক, আর যাতে না হয় তার চেষ্টা হচ্ছে, বললেন ভারতে চীনের রাষ্ট্রদূত সুন

রাশিদুল ইসলাম : [২] ‘ভারত বা চীন, কেউই চায়নি এমন ঘটুক। অল্পদিন আগে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখলে দুই দেশের এই দ্বন্দ্ব ক্ষণিকের। ভারত ও চীন, উভয় দেশই এখন বিরোধ মেটানোর চেষ্টা করছে। মঙ্গলবার গালওয়ানের সংঘর্ষ সম্পর্কে এমন অভিমম দিলেন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সুন ওয়েইডং। চায়না-ইন্ডিয়া ইয়থ আয়োজিত ওয়েবিনারে তিনি এ মন্তব্য করেন। টাইমস অব ইন্ডিয়া

[৩] সুন ওয়েইডং বলেন, ৭০ বছর আগে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এরপরে সেই সম্পর্ক নানা পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে। অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছে। দুই দেশের সুসম্পর্ক কোনওভাবেই নষ্ট হতে দেওয়া যায় না। নতুন শতাব্দীতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হওয়া উচিত, অবনতি নয়।

[৪] চীনের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সভ্যতা অতি প্রাচীন। দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার মতো জ্ঞান দুই দেশেরই আছে। চীন ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে না। সহযোগী হিসাবে দেখে। সীমান্ত নিয়ে বিতর্ক আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যাবে। দুটি দেশের উচিত শান্তি বজায় রেখে সংঘর্ষে না জড়ানো।

[৫] ভারতের চীনা পণ্য বিসর্জন প্রসঙ্গে সুন বলেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্যে চীনের সবচেয়ে বড় অংশীদার ভারত। দুই দেশের অর্থনীতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, অর্থনীতি চুম্বকের মতো পরস্পরকে আকর্ষণ করবে। জোর করে তাদের বিচ্ছিন্ন করে রাখলে ফল ভাল হবে না।

[৬] চীনের রাষ্ট্রদূত আরো বলেন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানও হতে হবে। এই ব্যাপারটাকে অবহেলা করা যায় না। বিষয়টি নিয়ে কখনই রাজনীতি করা উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়