শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরনো রুট চালু হওয়ায় কোভিডকালেও বাড়ছে আকাশপথে ভ্রমণ

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ ধাক্কা সামলিয়ে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশের বিমান খাত। যদিও যাত্রী তেমন বৃদ্ধি পায়নি আর করোনাভাইরাসের প্রকোপ তেমন কমেনি। স্বাস্থ্যবিধি মেনে চলছে আকাশপথে যাত্রী পরিবহন।

[৩] ধীরে ধীরে প্রতি সপ্তাহে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বিমান সংশ্লীষ্টরা। আর এই বৃদ্ধির কারণে করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকে বন্ধ হওয়া রুটে পুনরায় শুরু হচ্ছে বিমান চলাচল।

[৪] আগামী কয়েক মাসের মধ্যে এ খাত ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইউএসবাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, আমাদের প্রতি সপ্তাহে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এখন সবচেয়ে বেশি চাপ কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেটের। এ গতি অব্যাহত থাকলে শিগগিরই শতভাগে পৌঁছাবে যাত্রী সংখ্যা।

[৫] বিশ্বব্যাপী করোনার সংক্রমণ বাড়লে গত মার্চ মাস থেকে দেশে দেশে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। গত ২৪ মার্চ বাংলাদেশেও উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে বাংলাদেশও পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ রুটে জুনে গড়ে ১০-১৫ ভাগ যাত্রী ছিল। সেটা এখন বেড়েছে। আগস্ট মাসের প্রথম ২০ দিনে গড়ে ৮০ শতাংশ বৃদ্ধির একটি আনুমানিক হিসেব পাওয়া গেছে।

[৬] স্বাস্থ্যবিধি মানার জন্য যে ২৫ শতাংশ আসন খালি রাখতে হয়, সেটা তুলে দিলে শতভাগ যাত্রী বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়