শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হবিগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক-১, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

আজিজুল ইসলাম : [২] হবিগঞ্জ শহরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সুমন মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত সুমন আজমিরীগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের আহাদ মিয়ার পুত্র। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।

[৩] মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার দক্ষিণ অনন্তপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

[৪] মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীর তার বাসায় যাচ্ছিল কিন্তু আগের থেকেই অন্ধকার গলিতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে উৎপেতে ছিল আটক সুমনসহ কয়েকজন উল্লিখিত স্থানে জাহাঙ্গীর মিয়া পৌছলে অতর্কিত হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র ছুরি বুকে আঘাত করে এ সময় জাহাঙ্গীরের চিৎকারে আশপাশের বাসা-বাড়ির লোকজন আসলে ঘাতকরা অন্ধকারে ফেলে দৌড়ে পালিয়ে যায়।

নিহত জাহাঙ্গীরকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পান তারা তখন দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিংসার জন্য নিয়ে গেলে কর্মরত চিকিংসক তাকে (নিহত জাহাঙ্গীর) এর অবস্থা খুবই আশঙ্কাজন বলে জানান এবং উন্নত চিকিংসার জন্য দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেট নিয়ে যাবার পথে নবীগঞ্জ সড়কের সাদকপুরের নিকট পৌঁছলে জাহাঙ্গীর মারা যায়।

[৪] মারা যাবার পূর্বে জাহাঙ্গীর তার উপর হামলাকারীদের নাম তার বড় ভাই আছকির মিয়াসহ কয়েকজনের নিকট বলে যায়।

[৫] নিহতের বড় ভাই আছকির মিয়া পুলিশকে অবহিত করেন। এরই সূত্রধরে সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, এসআই আবু নাইম, এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী ও এসআই খুর্শেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুমন মিয়াকে (২৪) গ্রেপ্তার করে। এ সময় আটক সুমনের ঘর তল্লাশি চালিয়ে ঘর থেকে গাঁজা, মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র চোরাও উদ্ধার করে।

[৬] স্থানীয়রা জানান , নিহত জাহাঙ্গীর মিয়া শহরের দক্ষিন অনন্তপুর স্প্রেন প্রবাসী বাহার মিয়ার কলনীতে স্ত্রী ও ৩ কন্যা সন্তান নিয়ে ভাড়া বাসায় নিয়ে দীর্ঘদিন ধরে থাকতেন। আর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন মিয়া। পার্শ্ববর্তী আরেকটি কলনীতেই ভাড়া থাকে। এরই সুবাদে আটককৃত সুমনের বিবাহিত শালীকা রুবি আক্তার ও জাহাঙ্গীর এরমধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এছাড়া গত ৩ দিন পূর্বে গ্রেফতারকৃত সুমন মাদক বিক্রির টাকা পাওনা নিয়ে নিহত জাহাঙ্গীর মিয়ার সাথে অনেক ঝগড়া করে। এ সময় আশপাশের লোকজনের হস্তক্ষেপের ঝগড়া থামান। মাদক বিক্রির পাওনা টাকা এবং সুমন মিয়ার শালীকা রুবীর সাথে জাহাঙ্গীরের প্রেমই সংক্রান্ত ঘটনাই নিহত জাহাঙ্গীর এর হত্যাকাণ্ডের কারণ বলেই জানা যাচ্ছে ।

[৭] আটককৃত মাদক ব্যবসায়ী সুমন মিয়া পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বলে জানা যায়। কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ কোন ধরনের মন্তব্য করতে চাননি। তবে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আটক করতে বিভিন্ন সূত্র ধরে সাড়াশি অভিযান চালাছে।

[৮] হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান- এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সুমন মিয়া নামে একজনকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। দ্রুতই প্রকৃত সত্য ঘটনা উদঘাটন করতে পুলিশ সকল তথ্যাদি গুরুত্ব সহকারে দেখছেন এবং আসামি গ্রেফতার করতে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়