শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিডে বাড়ছে অনলাইন শপিং, সামাল দিতে টেসকোর ১৬ হাজার কর্মী নিয়োগ

রাশিদ রিয়াজ : গত মার্চে যখন কোভিড মহামারীতে একের পর এক বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছিল তখন টেসকো অনলাইনকেই বিকল্প শপিং হিসেবে বেছে নেয়। শপিংমলগুলো যখন মুনাফা ও আয় হারাতে থাকে তখন বাড়তি ক্রেতা ধরতে টেসকো ৪ হাজার কর্মী নিয়োগ দেয়। এ সংখ্যা ১৬ হাজারে বৃদ্ধি করতে হয়েছে।

গ্রাহকদের চাহিদামতো পণ্য ঘরে সরবরাহ দিতেই টেসকো নতুন করে আরও কিছু পদ তৈরি করেছে। কোভিডে যারা অস্থায়ীভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন তারা এখন চাহিদা ধরে রাখতে পেরে স্থায়ী হচ্ছেন। এর আগে সুপারমার্কেট চেইন শপ আলডি ও লিডল গত মাসে ব্রিটেনে যথাক্রমে আরও ১ হাজার ২০০ এবং ১ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দেয়া। কোভিডে বিক্রি বেড়েছে, উল্টো চাহিদা তৈরি হয়েছে নতুন স্টোরের। কোম্পানি দুটি আরও স্টোর খুলছে।

টেসকোর অনলাইন ব্যবসা কোভিডের আগে ৯ শতাংশ থেকে বেড়েছে ১৬ শতাংশেষ। গতবছরের ৫ দশমিক ৫ বিলিয়ন বিক্রি এবছর দাঁড়াবে ৭ দশমিক ২ বিলিয়নে। ব্রিটেনে মার্চে কোভিড ছড়িয়ে পড়ার পর গত মাস পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার লোক চাকরি হারান। ব্রিটিশ এয়ারওয়েজ, ব্রিটিশ পেট্রোলিয়াম এবং রোলস রয়েসের মতো বড় কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করে বসে গেছে। অথচ টেসকো সপ্তাহে দেড় মিলিয়ন ক্রেতার কাছে অনলাইনে পণ্য পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে। টেসকো সিইও জ্যাশন ট্যারি বলেন অনলাইনে ব্যবসা টিকে গেছে এমনকি তার সম্প্রসারণও হয়েছে। আগামী ৬ মাসের জন্যে ২৫ বছরের কম বয়সী আরো ১ হাজার লোক নিয়োগ দেবে টেসকো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়