শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ছে, সেই সঙ্গে বাড়ানো হবে আন্তর্জাতিক ম্যাচ ফি

স্পোর্টস ডেস্ক : [২] চলতি বছরেই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তি অনুযায়ী বেড়েছে ক্রিকেটেরদের বেতন। তারই ধারাবাহিকতায় এবারে জাতীয় দলের চুক্তিবদ্ধ নারী ক্রিকেটেরদের বেতন বাড়ানোর কথা ভাবছে বিসিবি।

[৩] মঙ্গলবার বিসিবির মহিলা শাখার চেয়ারম্যান নাদেল চৌধুরী ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন বেতনের পাশাপাশি নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ ফিও বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।

[৪] বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের বেতন বাড়ানোর কথা ভাবছে।

[৫] বিসিবির মহিলা শাখার চেয়ারম্যান নাদেল চৌধুরী ক্রিকবাজকে বলেছেন, তারা বেতন বাড়ানোর পাশাপাশি মহিলা ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ ফি বাড়ানোর জন্য বোর্ডকে প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবনা অনুযায়ী নারী ক্রিকেটারদের বেতন ১০-২০ ভাগ বাড়ানোর কথা ভাবছে উইমেন্স উইং। ওয়ানডে এবং টি-২০’র ম্যাচ ফিও কয়েক গুণ বাড়ানো হবে।

[৬] উল্লেখ্য, তামিম-মুমিনুলদের তুলনায় জাহানারা-রুমানাদের বেতন, ম্যাচ ফির ভেতর বিস্তর ফারাক। চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে জাতীয় দলের নারী ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরিতে ৫০ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৩০ হাজার ও ‘ডি’ ক্যাটাগরিতে ২০ হাজার করে প্রতি মাসে বেতন পান নারী ক্রিকেটাররা। আর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন ২০ ক্রিকেটার। - ক্রিকবাজ/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়