শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন, টেকনাফ : [২] কক্সবাজারের টেকনাফের পুটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয় রোহিঙ্গা যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

[৩] এ সময় দেশীয় একনলা দুটি বন্দুক, কিরিচ, সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

[৪] মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

[৫] আটকরা হলেন- পুটিবনিয়া ক্যাম্পের রহমত উল্লাহ’র ছেলে নুর হোসেন, একই ক্যাম্পের হাবিবুল্লাহর ছেলে জাফর আলম, জহুর মল্লিকের ছেলে মো. আলম,আহমদ হোসেনের ছেলে আব্দু রহমান, নুর হোসেন, আবু সামার ছেলে আবু সাদেক, আব্দু সালামের ছেলে মো.আমিন, শাহ আলমের ছেলে মো. সাদেক ও বালুখালী শিবিরের নজির আহমদের ছেলে মো.আমান উল্লাহ।

[৬] আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, উনচিপ্রাং পুটিবনিয়া ২২ নং রোহিঙ্গা শরণার্থী শিবিরের এ ব্লকের মধ্যে আল ইয়াকিন (রোহিঙ্গা সন্ত্রাসী দু’গ্রুপ) ৩০/৩৫ রাউন্ড গুলি ফায়ার করে ক্যাম্পে আতঙ্ক সৃষ্টি করে। পাশাপাশি রোহিঙ্গদের অনেক ঘর বাড়িতে হানা দেয়। বিষয়টি ভয়াবহ অবস্থা সৃষ্টির প্রাক্কালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৭] পুলিশের ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক মো.আনোয়ার হোসেন জানান, কিছু দুস্কৃতকারী রোহিঙ্গা বেশ কিছুদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মারমুখী অবস্থানে ছিলো।অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ রোহিঙ্গাকে আটক করা হয়।সেখান থেকে যাচাই বাছাই করে ৩ জনকে ছেড়ে দেয়া হয়। বাকি ৬ রোহিঙ্গাকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

[৮] উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শিবিরগুলোতে অপরাধমূলক কার্যকলাপ অব্যাহত রয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়