শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে ধর্মীয় উস্কানীমূলক পোস্ট, আটক ১

সুজন কৈরী : [২] রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকা অ‌ভিযান চা‌লি‌য়ে সোমবার রা‌তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধর্মীয় মূল্যবোধ বা অনুভুতিতে আঘাত করার অভিপ্রায়ে বিভিন্ন পোস্ট শেয়ার করে অপপ্রচার করায় মো. সালেকউদ্দিন শেখ (৩৮) না‌মের একজন‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব-১০।

[৩] ব্যাটা‌লিয়ন‌টি মঙ্গলবার জা‌নি‌য়ে‌ছে, সাইবার নজরদারিসহ গোয়েন্দা তৎপরতায় জান‌তে পে‌রে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল রায়েরবাগ এলাকায় অভিযান চা‌লি‌য়ে ফেইসবুকে সমাজ ও ধর্মীয় উস্কানীমূলক বিভিন্ন পোস্ট প্রচারকারীকে আটক করে। তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২টি মনিটর, ২টি সিপিইউ ও ১টি ওয়েভ ক্যামেরা জব্দ করা হয়।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃ‌তের কাছ থে‌কে পাওয়া ত‌থ্যের বরাত দি‌য়ে র‌্যাব-১০ জা‌নি‌য়ে‌ছে, সালেকউদ্দিন ২টি ফেইসবুক গ্রুপ পেজ ব্যবহার করে এমন জঘন্য কর্মকান্ড পরিচালনা করেন। এছাড়াও তিনি এই ফেসবুক পেজ ও গ্রু‌পের অ্যাডমিন বা মডারেটর ছিলেন। এ সমস্ত ফেইসবুক গ্রুপ এবং পেজ থে‌কে তিনি ধর্মীয় উস্কানীমূলক বিভিন্ন পোস্ট শেয়ার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেন। মূলত তার উদ্দেশ্য ছিলো ধর্মীয় উস্কানীমূলক বিভিন্ন পোস্ট ছড়িয়ে রাষ্ট্রের অভ্যন্তরে সাম্প্রদায়িক কোলাহল, অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করার অপতৎপরতা চালানো।

[৫] আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কদমতলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়