শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএসইর ভিতরে অনিয়ম চলছে : রকিবুর রহমান

মো. আখতারুজ্জামান: [২] ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে আইটি বিভাগে যারা আছেন, তারা আপগ্রেড না। তাদের পক্ষে বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আইটি বিভাগকে সাপোর্ট দেওয়া সম্ভব না। বিষয়টি বারবার বলে আসছি, কিন্তু কোন না কোনভাবে কার্যকরি করতে পারছি না। আজ আমি প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলে, ৬ মাসের মধ্যে সকল সিস্টেম পরিবর্তন করে দিয়ে একটি যুগোপযোগি ও আন্তর্জাতিক মানের স্টক এক্সচেঞ্জে পরিণত করে মার্কেটকে সাপোর্ট দিতাম। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে এসব বলেছেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান।

[৩] তিনি বলেন, ডিএসইর ওয়েবসাইট ভোগান্তিতে আমার কাছে খুবই খারাপ লাগছে। যেখানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে সবাই বাজারকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে এবং বিনিয়োগকারী আসছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হচ্ছে। সেখানে লেনদেনের মূল প্লাটফর্ম ডিএসইতে বুধবার ও বৃহস্পতিবার ওর্ডার ম্যানেজমেন্ট ফেইল করেছে, ¯েøা হয়ে গেছে এবং ওয়েবসাইটটি আরও দূর্বল হয়ে গেছে। যেখানে আরও স্ট্রং হওয়ার কথা।

[৪] ডিএসইর এই পরিচালক বলেন, যখন মার্কেটে লেনদেন বাড়ে, তখন আইটি সিস্টেম আরও স্ট্রং হবে। আমি ও শাকিল রিজভী যখন প্রেসিডেন্ট ছিলাম, তখন ভারত থেকে একটি সফটওয়্যার এনেছিলাম। যা দিয়ে সাড়ে ৩ হাজার কোটি টাকার লেনদেন করা হলেও কোন সমস্যা হয়নি। অথচ আমরা এখন নাসডাকের সঙ্গে থেকেও ডিএসইর আইটি বিভাগ কি করছে জানি না। বিষয়টি অত্যান্ত গুরুত্ব সহকারে দেখা উচিত।

[৫] ডিএসইর ওয়েবসাইট ভোগান্তির সঙ্গে নিজেদের কোন সম্পৃক্ততা নেই বলে জানান রকিবুর রহমান। তাই ভুল না বোঝার জন্য বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ করেন। এই সমস্যা কাটিয়ে তুলতে শেয়ারহোল্ডার পরিচালকেরা আপ্রাণ চেষ্টা করছেন বলে জানান তিনি।

[৬] ডিএসইর ভিতরে যে অরাজকতা ও ইরেগুলেটরি চলছে, তা খতিয়ে দেখতে বিএসইসিকে অনুরোধ করেছেন রকিবুর রহমান। তিনি বলেন, ডিএসইর ‘সি’ গ্রæপ হল চুক্তিভিত্তিক চাকরী। যেটাকে ২০১৫ সালে রেগুলার সার্ভিসে রুপান্তর করা হয়েছে। একইসঙ্গে পে স্কেলটি পরিবর্তন করে তাদের সুযোগ সুবিধা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি এগুলো বলতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, তারা কিভাবে সুযোগ সুবিধা নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়