ইসমাঈল ইমু : [২] সিরাজুল ইসলাম মেডিকেল অন্য হাসপাতালের রোগীর পরীক্ষা নীরিক্ষার রিপোর্ট নিজেদের প্যাডে দেয়ায় ৩০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ।
[৩] মঙ্গলবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চিকিৎসা সেবা বহির্ভূত নানা অনিয়মের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
[৪] সারওয়ার আলম জানান, রোগ পরীক্ষায় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও টেস্টিং কিট পাওয়া গেছে। লাইসেন্স ছাড়াই ব্লাড কালচার পরীক্ষা করতো হাসপাতালটি। এটি আংশিক কোভিড হাসপাতাল হওয়ায় করোনা শনাক্তের নমুনাও সংগ্রহ করতেন তারা।
[৫] তিনি আরও জানান, এ বিষয়ে কোনো অসঙ্গতি আছে কী না সে বিষয়টি এখন ক্ষতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে হাসপাতালটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেখা যায় হাসপাতালে মানসম্মত চিকিৎসা সামগ্রী ছিলো না। এছাড়া হাসপাতাল বহির্ভূত কর্মকান্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
[৬] জানা গেছে, স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়ের টাস্কফোর্সও সমন্বিতভাবে এই অভিযানে অংশ নেয়। হাসপাতালটি অন্য হাসপাতাল থেকে রোগিদের বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করে নিজেদের প্যাডে রিপোর্ট দিতো। ব্লাড সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয়নি এবং সাধারণভাবে ফ্রিজিং করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সম্পাদনা: বাশার নূরু