শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

শরীফ শাওন: [২] মঙ্গলবার রাত ৮ টায় প্রথম ধাপে আবেদনকারী ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে। বোর্ডের তথ্যমতে, ক্ষুদে বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের এ ফল জানানো হয়। বার্তায় একটি সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। যার মাধ্যমে ২৬ থেকে ৩০ আগস্টের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তি কার্যক্রম চলবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

[৩] কারিগরি শিক্ষার্থী বাদে আবেদন যোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৪ হাজার ৬২৮ জন। প্রথম পর্যায়ে আবেদন করেনি দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ ৯৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী পৃথক আবেদন করবেন।

[৪] যে সকল শিক্ষার্থী ভর্তি আবেদন করেনি বা মাইগ্রেশনে ইচ্ছুক তারা ২য় ধাপে আবেদন করতে পারবেন ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। যার ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। আবেদন বাকি ও মাইগ্রেশনে ইচ্ছুক শিক্ষার্থীরা তৃতীয় ধাপে ৭ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের শেষ সুযোগ পাবেন।

[৫] একাদশে বিশেষ কোটা হিসেবে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, দশমিক ৫ শতাংশ বিকেএসপি এবং দশমিক ৫ শতাংশ প্রবাসী কোটা বহাল থাকছে। প্রবাসীদের সন্তান ভর্তির বিষয়ে সরাসরি বোর্ডে আবেদন করতে হবে।

[৬] ঢাকা মেট্রোপলিটনে এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি পাঁচ হাজার, আংশিক এমপিও বা এমপিওবিহীন প্রতিষ্ঠানে বাংলা মাধমে ভর্তি নয় হাজার ও ইংরেজি মাধ্যমে দশ হাজার, মফস্বল, পৌর এলাকা ও জেলা সদরে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ভর্তি ফি ও সর্বত্র উন্নয়ন ফি তিন হাজারের বেশি নেয়া যাবে না। নির্দেশনা রয়েছে, অর্থ আদায়ে প্রতিটি খাত উল্লেখসহ রশিদ দিতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়