শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গাজীপুরে পিস্তল ও গুলিসহ র‌্যাব পরিচয়ে প্রতারক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: [২] জেলার সিটি কর্পোরেশনের বাসন এলাকার আউটপাড়া থেকে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

[৩] র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে সোমবার দিনগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আনোয়ার পাশা (৩০) ময়মনসিংহ জেলার পাগলা থানার শহীদনগর এলাকার নাজিম উদ্দিনের ছেলে। সে গাজীপুর মেট্রোপিলটন বাসন থানার আউটপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

[৪] র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর মহানগরের আউটপাড়া এলাকায় বসবাস করে কখনো মেজর শাহীন, মেজর মাসুদ রানা এবং র‌্যাবের অধিনায়ক পরিচয় দিয়ে আসছিল প্রতারনা করে আসছিলো।

[৫] এছাড়া র‌্যাবের পোশাক পরিহিত অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে ভয়-ভীতি দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের ব্যক্তিদের কাছ থেকে বিকাশ ও রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে আউটপাড়া এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আনোয়ার পাশাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি র‌্যাবের পোশাক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়