শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা প্রত্যাবাসনে যুদ্ধ ছাড়া সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

শরীফ শাওন: [২] আবুল কালাম আব্দুল মোমেন আরও বলেন, রোহিঙ্গা নির্যাতনে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলায় মিয়ানমার আইনের চাপে আছে। এরইমধ্যে মিয়ানমারের সঙ্গে তিনটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও সঙ্কট নিরসনে আমরা মিয়ানমার-চীন-বাংলাদেশ মিলে কাজ করছি। বিশ্ব সম্প্রদায়কে পাশে নিয়ে আর্ন্তজাতিক চাপের মাধ্যমে সুষ্ঠু সমাধানে আশাবাদী সরকার।

[৩] তিনি বলেন, মিয়ানমার স্বীকার করেছে তারা লোক ফিরিয়ে নেবে। ৭৮ ও ৯২ সালে অনেক রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আসলে আলোচনার মাধ্যমে তাদের ফেরাতে সরকার সক্ষম হয়েছে, এবারও হবে।

[৪] পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইসের সময় নিয়মিত বৈঠক না হলেও এসময় আমাদের দেশে থাকা ৬ লাখ রোহিঙ্গার নাম-ঠিকানা সংগ্রহ করে মিয়ানমারে পাঠিয়েছি। মিয়ানমার তা যাচাই করে ৩০ হাজার লোকের নাম-ঠিকানা সম্বলিত তালিকা আমাদের দিয়েছে। তাদের প্রত্যাবাসনে কাজ চলছে।

[৫] মোমেন বলেন, রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক চিঠিতে বলেন, রোহিঙ্গাদের দেশে যাওয়া উচিত। এটাও আমাদের জন্য একটি বড় অর্জন। তবে রোহিঙ্গাদের ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারটি নিয়ে আমরা সমস্যায় আছি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়