শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের জোড়া খুনের ঘটনায় ধর্মের ভাইকে খোঁজ করছে পুলিশ

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় মা-ছেলে জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে ধর্মের ভাই ফারুক নামের একজনকে খুঁজছে পুলিশ।

[৩] জানা গেছে, ঘটনার পর থেকে ফারুক নামের ওই ব্যক্তি পলাতক রয়েছেন। সোমবার রাতে জোড়া খুনের শিকার গুলনাহার বেগমের মেয়ে ময়ুরী ধর্মের ভাই ফারুকের নাম ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে চাঁন্দগাও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

[৪] মামলার এজহারে ময়ুরী উল্লেখ করেন, তার মা গুলনাহার বেগম (৩৩) ফারুক নামের ওই লোককে ধর্মের ভাই ডেকেছেন। ফারুক দীর্ঘদিন ধরে তাদের বাসায় যাওয়া আসা করেন। গত কিছুদিন ধরে তার মায়ের সাথে ফারুকের প্রায় জগড়া হতো।

[৫] এ বিষয়ে ময়ুরী বলেন, সম্ভবত আক্রোশের বশবতী হয়ে মাকে ফারুক খুন করেছেন। যার আক্রোশের শিকার শিকার হয়েছেন ৯ বছরের ভাই রিফাতও।

[৬] এইদিকে এলাকাবাসী বলছেন, জোড়া খুনের ঘটনার পেছনে পরকিয়ার ঘটনা থাকতে পারে। যার কারণে ফারুক ঘরে ঢুকে মা-ছেলেকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করেন।

[৭] এলাকার অনেকেই বলছেন, পরকিয়া নয়, ধর্মের ভাইয়ের সাথে টাকাপয়সা নিয়ে বিবাদ থাকতে পারে, টাকা পয়সার বিবাদেই খুনের শিকার হয়েছেন গুলনাহার বেগম ও তার ছেলে রিফাত।

[৮] চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, জোড়া খুনের ঘটনায় একটি মামলা হয়েছে। খুনের শিকার গুলনাহার বেগমের মেয়ে ময়ুরী বাদী হয়েই মামলাটি করেছেন। মামলায় তার মায়ের ধর্মের ভাই হিসেবে পরিচিত একজনকে আসামি করেছেন।

[৯] মামলাটি আমলে নেয়া হয়েছে এবং ফারুকের সম্ভাব্য ঠিকায় গিয়ে তাকে খোঁজ করা হয়েছে। তবে সে বর্তমানে লাপাত্তা রয়েছেন। আশা করি দ্রুতই তাকে আটক করা সম্ভব হয়।

[১০] এদিকে ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ও সিআইডির একটি টিম। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর আরও বেশ কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে যে যার জায়গা থেকে ঘটনাটি ছায়া তদন্ত করছেন।

[১১] গত ২৪ আগষ্ট রাত ৮ টার দিকেপুরাতন চান্দগাঁও থানাধীন রমজান আলী সেরেস্তাদার বাড়ি এলাকার বাসায় গার্মেন্টস থেকে ফিরে মা গুলনাহার বেগম ও ভাই রিফাতের রক্তাক্ত লাশ দেখতে পাই ময়ুরী। ঘটনার আকস্মিকতায় ময়ুরী চিতকার দিয়ে উঠলে আশেপাশের মানুষ ঘটনাস্থলে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চাঁন্দগাও থানা পুলিশ জানায়, গুলনাহার বেগমের লাশ বাথরুমে ও বাথরুমের বাইরে তার ৯ বছরের ছেলে রিফাতের রক্তাক্ত লাশ পড়েছিল। দুজনের শরীরে ধারালো অস্ত্রের প্রচুর আঘাত ছিল। রিফাতের গলা কাটা ছিল। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়