শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ অর্থ না অপ্রদর্শিত নির্ণয়ে সেমিনার হতে পারে: এনবিআর চেয়ারম্যান

বিশ্বজিৎ দত্ত: [২] অপ্রদর্শিত অর্থ সাদা করলে প্রশ্ন হবে না কিন্তু অবৈধের বিষয়ে প্রশ্ন থাকবে দুদকের।

[৩] জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বলেন, সরকার আইন করে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিয়েছে। কেউ এই আইনে অর্থ সাদা করলে সরকারের অন্যকোন সংস্থা এ বিষয়ে কোন প্রশ্ন তুলবে না। কিন্তু অবৈধ অর্থের বিষয়ে দুদকসহ সকল সংস্থাই তদন্ত করতে পারবে।

[৪] রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যখন এই কথা বলছিলেন, তখন সদস্য আমিনুর রহমান বলেন, দুদক কর আইনের এই ইনডেমনিটি মানছে না। তখন চেয়ারম্যান বলেন, আমরা সকলের সঙ্গেই এ বিষয়ে কথা বলেছি। তাদের ব্যক্তিগতভাবে এ বিষয়ে অবহিত করেছি। যাতে অর্থের উৎস্য নিয়ে প্রশ্ন না করে।

[৫] চেয়ারম্যান বলেন, অপ্রদর্শিত অর্থ সাদা করার বিষয়ে করদাতাদের মধ্যে এখনো কোন সাড়া পাওয়া যাচ্ছে না। অনেকে ভয়ও পাচ্ছেন । যদি অন্যকোন সংস্থা আবার তদন্ত শুরু করে। তবে সেপ্টেম্বর পর্যন্ত টাকা সাদা করার সুযোগ রয়েছে।

[৬] করনীতি সদস্য আলমগীর হোসেন বলেন, কালো টাকা সাদা করার সুফল আমরা পেতে শুরু করেছি। যেমন শোরবাজার ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে। কালো টাকা বিনিয়োগে বাজার চাঙ্গা হচ্ছে। উল্লেখ্য, শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগ করলে তা ৫ বছর বাজারে রাখতে হবে। এনবিআর চেয়ারম্যানও এই বক্তব্য সমর্থন করে বলেন, শেয়ারবাজারে কালো টাকা প্রবেশ করছে।

[৭] ২০২০-২১ সালের বাজাটে ১০ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে যেকোন অপ্রদর্শিত অর্থ সাদা করার জন্য আয়কর আইনে ইনডেমনিটি দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়