শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারীদের অধিকার ও মর্যদার লড়াইয়ে সুলতানা ফিরদৌসী

সমীরণ রায়: [২] গল্প, উপন্যাস ও কবিতার লেখালেখির মধ্যে দিয়ে জীবনের পথ চলা শুরু হলেও এখন নারী ও তার আত্ম-মর্যদার অধিকার আদায়ে এগিয়ে চলেছেন সুলতানা ফিরদৌসী। একাধারে কবি, লেখক, উপন্যাসিক ও গল্পকারও তিনি। তিনি নারীদের নিয়ে “কালি” নামের সংগঠনের মাধ্যমে সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

[৩] সুলতানা ফিরদৌসী বলেন, লেখক হতে চাওয়া জীবনে একটা কাকতালীয় ঘটনা। শুরু হয়েছিল ব্যক্তিগত ডায়েরি লিখতে গিয়ে। জীবনের দিনলিপি লেখা ছিলো অভ্যাস। প্রতিদিনের ঘটনা না লিখলে পেটের ভাত হজম হতো না। মাঝে মধ্যে কিছু ছোট গল্প উপন্যাস লেখার চেষ্টা করেছিলাম। তবে কবিতায় বেশি স্বছন্দ বোধ করি। বাংলা একাডেমির তরুণ লেখক প্রজেক্টের আওতায় আসতে পেরে উপকৃত হয়েছি।

[৪] তিনি বলেন, লেখা শুরু হয়েছিলো আবেগ দিয়ে। আবহাওয়া বদলে যায়, অধিকাংশ স্বপ্ন ভেঙ্গে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে কষ্ট, তখন লিখতে ইচ্ছে করে টানটান উত্তেজনা নিয়ে লিখি।

[৫] ১৯৭৪ সালে জন্মগ্রহণ করা সুলতানা ফিরদৌসী’র প্রথম কাব্যগ্রন্থ ‘কীট ও দ্রোনপুষ্প’। ডায়লগ পাবলিকেশন থেকে বের হয় তার দ্বিতীয় বই উপন্যাস ‘তৃতীয় পক্ষ’। ২০০৫ সালে দশটি ছোট গল্প নিয়ে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয় গদ্ধ ‘এবার ঘরে ফেরার পালা’। এরপর সুলতানার শ্রাবন প্রকাশনী থেকে ‘বৃক্ষেরা ভিজে যায়’ নামক কাব্যগ্রন্থ বের হয়। ২০১৯ সালে অনুবাদ উৎসবে একটি অনুবাদ কাব্যগ্রন্থ বেরিয়ে ছিল ‘ এ গার্ল হ্যাস নো নেইম’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়