শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা এবং মামলা করে হয়রানির অভিযোগ

বাবুল খাঁন, বান্দরবান প্রতিনিধি : [২] বান্দরবান জায়গা জমি জবরদখল করতে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের স্ত্রী রোকেয়া বেগম (৬১)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

[৩] ঘটনাটি ঘটেছে শনিবার (২২ আগষ্ট) রাতে শহরের বালাঘাটার বৌদ্ধ মন্দির এলাকায়।

[৪] মুক্তিযোদ্ধার ছেলে নাছির উদ্দিন জানান, বালাঘাটা বাজারের বৌদ্ধ মন্দিরের সামনে সামনে আমাদের পরিবারের নামে ৮ শতাংশ জায়গা রয়েছে। ১৯৮৯ সালে জায়গাটি ক্রয় করেন মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও আব্দুল রশিদ। তবে দীর্ঘদিন থেকে এটি দখলের চেষ্টা চালাচ্ছে টুরিস্ট পুলিশ সদস্য মোঃ সাইফুল ইসলাম। তার পরিবার পুলিশের দাপট দেখিয়ে মুক্তিযোদ্ধার পরিবারকে মামলা- হামলা করছেন এমন অভিযোগ ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবারের।

[৫] শনিবার (২২ আগষ্ট) রাত প্রায় সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্য সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা করে। হামলায় আহত হয় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের স্ত্রী।

[৬] স্থানীয়রা জানিয়েছেন, আলী আহাম্মদ ও তার তিন ছেলে মোঃআবু সুফিয়ান, মোঃ আমির ও শাহ আলম সহ অন্যান্যদের উপর অতর্কিতভাবে হামলা করে আহত করে। হামলায় আহত রোকিয়া বেগম’কে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে সেখানে সেনাবাহিনী ও পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

[৭] বান্দরবানের মুক্তিযোদ্ধারা ঘটনাস্থল ও আহত মুক্তিযুদ্ধার স্ত্রীকে হাসপাতলে থেকে দেখতে যান। মুক্তিযোদ্ধা পরিবারে সদস‍্যরা অভিযোগ করে বলেন, ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করতে বলেন।

[৮] এ বিষয়ে পুলিশ সদস্য সাইফুল ইসলামের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়