শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীকে নিয়ে দুই স্ত্রীর কাড়াকাড়ি : মাইনুল এখন দ্বিতীয় স্ত্রী তমার, হেরে গেলেম প্রথম স্ত্রী সানজীদা (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় স্ত্রীর ভাগ্যেই জুটলেন, মালদ্বীপ প্রবাসী স্বামী মাইনুল। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী স্বামীকে নিয়ে দুই স্ত্রীর মারামারির অবসান হলো সামাজিক বৈঠকে। সমাধান হওয়ায়, সব পক্ষই সন্তুষ্ট। কদিন আগে দেশে ফিরে, বিমানবন্দরেই দুই স্ত্রীর টানাহেঁচড়ার মধ্যে পড়েন মাইনুল। আলোচিত মালদ্বীপ প্রবাসী স্বামী মইনুল বেছে নিলেন দ্বিতীয় স্ত্রীকেই।

https://www.facebook.com/newsprime24/videos/312573249858413/

 

সোমবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদের কার্যালয়ে সামাজিক বৈঠকে প্রথম স্ত্রী সানজিদাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে সংসার করার কথা জানান মইনুল।

উপস্থিত উভয় পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে আগামী পনের দিনের মধ্যে দেশের প্রচলিত আইন মোতাবেক এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে চেয়ারম্যান মামুনুর রশিদ জানান।

সামাজিক বৈঠকে কুমিল্লা উত্তর জেলা মহিলালীগের সভাপতি শিরিন সুলতানা, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন, যুবলীগ নেতা কামরুল হাসান বাকীসহ সানজিদা এবং মইনুলের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

গত ১৮ আগস্ট মালদ্বীপ থেকে মইনুল ইসলাম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসলে তাকে নিয়ে দুই স্ত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিমানবন্দর থানা পুলিশ আটক করে স্থানীয় ও পারিবারিক সমাধানের জন্য পরিবারের লোকজনের জিন্মায় তাদের হস্তান্তর করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়