শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাল থেকে বগুড়ায় অনুশীলন করবেন মুশফিকুর রহিম

রাহুল রাজ : [২] ঢাকায় চতুর্থ ধাপের প্রথম দিনের অনুশীলন শেষ করে গতকাল নিজ জেলা বগুড়ায় গিয়েছেন মুশফিকুর রহিম। আগামিকাল থেকে জেলার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনে ঘাম ঝরাবেন দেশসেরা এই ব্যাটসম্যান।

[৩] করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বিসিবি'র আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেটারদের অনুশীলনের সূচি অনুযায়ী সোমবার (২৪ আগস্ট) ডে অফ। দেশের ৭ ভেন্যুর কোথাও এদিন অনুশীলন হয়নি। একদিন বিরতিতে আবারও ২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে এই অনুশীলন।

[৪] বিসিবি'র দেওয়া সূচি অনুযায়ী মুশি শুরু করবেন দুপুর সোয়া ১২টায় যা চলবে সোয়া দুইটা অবধি। একই ভেন্যুতে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত নারী দলের দুই সদস্য খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা অনুশীলন করবেন।

[৫] এদিকে ঢাকায় আগামিকাল থেকে অনুশীলনে যোগ দিচ্ছেন লিটন দাস। প্রথম তিন ধাপের অনুশীলনে অবশ্য লাল সবুজের নন্দিত এই টপ অর্ডারকে দেখা যায়নি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজ অত্যাসন্ন তাই ঘরে বসে থাকাটা আর সমীচীন মনে করেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান।

[৬] বিসিবি'র সূচি অনুযায়ী সকাল ১০টা ১০ থেকে ১০টা ৫৫ পর্যন্ত শের-ই-বাংলার ইনডোরে তার ব্যাটিং অনুশীলনের কথা রয়েছে। আর রানিং ও জিম সেশন করবেন ১১টা থেকে পৌনে ১২টা অবধি।

[৭] ব্যাটসম্যানদের মধ্যে মিরপুর হোম অব ক্রিকেটে দিনের অনুশীলনের শুরুটা করবেন অবশ্য আফিফ হোসেন ধ্রুব ও এনামুল হক বিজয়। এরপর মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, তামিম ইকবাল ও সাদমান ইসলাম অনিকের ব্যাটিং, রানিং ও জিম সেশনের কথা রয়েছে।

[৮] আর বোলারদের মধ্যে এদিন শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবের বোলিং ও ফিটনেস অনুশীলনের কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়