শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামইরহাট-ঢাকা রুটে এসি বাস সার্ভিস চালু,বাসভাড়া মাত্র ৬ শত টাকা

ধামইরহাট প্রতিনিধি: [২] নওগাঁর ধামইরহাটে এসি বাস সার্ভিস চালু হয়েছে। প্রতিদিন মাত্র ৬ শত টাকায় শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ীতে একজন যাত্রী ঢাকায় যাতায়াত করতে পারবেন। সালমা এন্টার প্রাইজ নাম যাত্রী সেবাদান কারী এই প্রতিষ্ঠানের ধামইরহাট কাউন্টারের পরিচালক আশরাফ হোসেন চৌধুরী শিপন জানান।

[৩] যদিও বর্তমান বর্ধিত রেট অনুযায়ী এসি সার্ভিসে ১২ থেকে ১৮ শত টাকা পর্যন্ত ঢাকার ভাড়া চলমান রয়েছে, কিন্তু আমরা উদ্বোধন উপলক্ষে স্বল্প সময়ের জন্য নামমাত্র মূল্যে মাত্র ৬ শত টাকায় ঢাকা-গাবতলী-কল্যাণপুরে যাত্রীদের পরিবহণ সেবা দিচ্ছি, প্রতিদিন সকাল পৌনে ৯ টায় ধামইরহাট সালমা কাউন্ডার থেকে বাস ছাড়া হবে এবং আগামী ২ সেপ্টেম্বর থেকে ধামইরহাট থেকে চট্রগ্রাম-খাগড়াছড়িতে আমরা পরিবহণ সেবা দিবো, তবে করোনা কালীন সময় ও সব সময় দেশের বিভিন্ন অঞ্চল বিভাজনে ধামইরহাট থেকে অনেক কম খরচে আমরা যাত্রী সেবা দিয়ে যাবো।

[৪] মাত্র ৬ শত টাকায় এসি বাসে ঢাকার যাত্রী জাহাঙ্গীর আলম ও আবু বক্কর জানান, ধামইরহাট থেকে এত অল্প খরচে তাও আবার এসি বাসে ঢাকায় যাচ্ছি, এটা কল্পনাই করা যায় না, আমরা চাই, উদ্বোধণ শেষেও যেন সহনীয় রেটে এই এসি বাস চলাচল সুবিধা সালমা এন্টার প্রাইজ কর্তৃপক্ষ অব্যাহত রাখেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়