শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নত চিকিৎসার জন্য সংসদ সদস্য মনসুর রহমানকে ঢাকায় আনা হয়েছে

ইসমাঈল ইমু :  [২] তাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে রাজশাহী থেকে ঢাকা আনা হয়েছে। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

[৩] সোমবার (২৪ আগস্ট) এমপি মনসুরের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, এদিন সকাল ১০টার দিকে এমপি মনসুর রহমানকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বিএসএমএমইউ হাসপাতালের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।

[৫] এর আগে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

[৬] এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম আরও জানান, এমপি মনসুর রহমানের ডায়াবেটিকের সমস্যা রয়েছে। এছাড়া তার অন্য কোনো সমস্যা নেই। তিনি শারীরিকভাবে ভালো আছেন। তার পরিবারের কোনো সদস্যও করোনায় আক্রান্ত হননি। তিনি প্রথমে রাজশাহী মহানগরে থাকা তার কাজিহাটার নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন। পরে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে ঢাকায় নেওয়া হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়