শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান ও ২১ আগস্টের হামলায় খালেদা জড়িত: প্রধানমন্ত্রী

তরিকুল ইসলাম : [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কয়েকটা খুনি, বেইমান বা মুনাফেক ছাড়া অগণিত জনগণ জাতির পিতার জন্য আজও কাঁদে। আজকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী জাতির পিতার নাম উজ্জ্বল।

[৩] তিনি বলেন, জিয়াউর রহমান শুধুমাত্র জাতির পিতা হত্যার সাথে নয়, জাতীয় চার নেতা এবং একের পর এক অভ্যুত্থানের মাধ্যমে অসংখ্য সেনা সদস্যদের হত্যার সাথেও জড়িত ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যে জিয়াউর রহমান জড়িত এটা কর্নেল ফারুক-রশিদ নিজেরাই বলে গেছে।

[৪] তিনি বলেন, বঙ্গবন্ধুর জনপ্রিয়তা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা নষ্ট করতে না পেরে তাকে হত্যা করে খুনীরা। তার আদর্শ ও নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু কিছুতেই তারা সফল হতে পারেনি। খালেদা জিয়াও ক্ষমতায় আসার পরে ঠিক একই কাজ করেছিলেন।

[৫] তিনি বলেন, জাতির পিতার নাম বার বার মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এজন্য স্বাধীনতার ঘোষক সৃষ্টি হলো। কিন্তু সত্যকে কেউ কখন মুছে ফেলতে পারে না আজকে সেটা প্রমাণিত।

[৬] শেখ হাসিনা বলেন, ২১ শে আগস্টে মনে হচ্ছিল একটা যুদ্ধক্ষেত্র। নিজেও ভাবি আল্লাহ কিভাবে আমাকে রক্ষা করল। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে একটা প্রতিবাদে আমরা র‌্যালি করছিলাম। সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আমরা সন্ত্রাসেরই শিকার হই। একটার পর একটা কতগুলো গ্রেনেড মারল কোন পুলিশও সাহায্য করেনি। যারা আহত হয়ে কাতরাচ্ছিল পুলিশ এসে তাদের লাঠিচার্জ করেছে টিয়ারগ্যাস মেরেছে।

[৭] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতির পিতার ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস কর্মসূচির ভার্চুয়াল সভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

[৮] অনুষ্ঠানে মুক্তির মহানায়ক শীর্ষক চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। সম্পাদনা: বাশার নূরু

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়