শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে তালেবানের হামলায় ১৪ জন নিহত

 

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানে আলাদা তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার দেশটির উত্তরাঞ্চলের তাকহার প্রদেশে এক নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় তালেবান সদস্যরা। এতে ঘটনাস্থলেই ৯ নিরাপত্তা সদস্য প্রাণ হারান।

একই দিন উত্তর-পূর্বাঞ্চলের বাদাকাহসান প্রদেশেও একইভাবে ঝড়ো হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন এ আফগান মুখপাত্র।

অন্যদিকে রাজধানী কাবুলে শক্তিশালী ম্যাগনেটিক বোমা হামলা চালায় অস্ত্রধারীরা। এ ঘটনায় একজন নিহত এবং চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেন শহরের এক পুলিশ মুখপাত্র। তবে কাবুলের হামলায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এমন নৃশংস হামলায় নিন্দা জানিয়ে সশস্ত্র তালেবান গোষ্ঠীকে অস্ত্র রাখার আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সেই সঙ্গে আন্তঃআফগান শান্তি আলোচনায় বসতে সশস্ত্র গোষ্ঠীকে ভেবে দেখতেও বলেন তিনি।

 

গেল (২১ তারিখ) শুক্রবার আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে বিমান হামলায় অন্তত ১১৪ তালেবান সদস্য নিহত হয়েছেন, এমন দাবি করে বিবৃতি দিয়েছে আফগান ন্যাশনাল আর্মি- এএনএ।

দেশটিতে ১৯ বছরের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র এবং তালেবান প্রতিনিধিদের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে তখনই দেশটিতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছেন সেনা এবং বেসামরিক মানুষ। হামলার ঘটনায় হুমকিতে পড়ছে এই শান্তিচুক্তি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়