শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সিন্ধান্ত

ইমদাদুল হক : [২] দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বর্জ্যপদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন। সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ডাম্পিং স্টেশন থেকে বিদ্যুৎ উৎপাদনের এই পরিকল্পনার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এজন্য ইতোমধ্যে একটি কোম্পানিকে অনুমোদনও দেয়া হয়েছে।

[৩] শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ডাম্পিং স্টেশন (স্যানেটারি ল্যান্ডফিল্ড) পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা জানান।

[৪] মন্ত্রী বলেন, আমিনবাজারের এই স্যানেটারি ল্যান্ডফিল্ডের ময়লা-আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরও সহজ হবে। পরিবেশ দূষণ রোধে এটি একটি নতুন মাইলফলক হবে।

[৫] তিনি আরও বলেন, এবিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ ও মন্ত্রণালয়ের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। শিগগিরই অনুমোদিত কোম্পানির সাথে চুক্তি সম্পাদন করা হবে। চুক্তি সম্পাদনের পর ২০ মাসের মধ্যে উৎপাদন শুরুর আশা প্রকাশ করেন তিনি।

[৬] এসময় মন্ত্রীর সফরসঙ্গী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, এই স্টেশন থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করা যাবে এবং এর থেকে প্রতিদিন ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে।

[৭] মেয়র আরও জানান, বর্তমানে বর্জ্য রাখার জন্য এই স্টেশনের ৫২ একর জমি রয়েছে। বিদ্যুত উৎপাদন প্রকল্পের জন্য নতুন করে আরও ৮২ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।

[৮] এর আগে মন্ত্রী রাজধানীর গাবতলী এলাকায় একটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

[৯] মন্ত্রীর সাথে এসময় আমিনবাজার স্যানেটারি ল্যান্ডফিল্ড এর প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর এম সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল আমিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়