শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১৮ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন যুব মহিলালীগের সভাপতি

নিজস্ব প্রতিবেদক: [২] শনিবার (২২ আগস্ট) ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন যুব মহিলালীগের লীগের কেন্দ্রিয় সভাপতি নাজমা আক্তার।

[৩] এর আগে, গত বৃহস্পতিবার সকাল ১১ টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয় থেকে যুব মহিলালীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

[৪] নাজমা আক্তার ১৯৬৭ সালের ১ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ার গাড়ফা গ্রামে জন্মগ্রহণ করেন। ড. খাদেমুল ইসলামকে বিয়ে করে ১৯৯১ সাল থেকে স্থায়ীভাবে উত্তরায় বসবাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স),  এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি।

[৫] নাজমা আক্তার ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগ, টুঙ্গিপাড়া থানা শাখার ১৯৮১ ও ৮২ সালে সাবেক ছাত্র কল্যাণ সম্পাদকের পদ দিয়ে তার রাজনীতির জীবন শুরু ১৯৮৩/৮৪ সালে পাবনা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ১৯৮৯ থেকে ১৯৯১ সালে কেন্দ্রিয় ছাত্রলীগের সদস্যের দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ঢাকসু) এর রোকেয়া হল শাখার জিএস নির্বাচিত হয়ে দায়িত্বপালন করেন তিনি।

[৬] নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে ২০০৯ থেকে ২০১৪ মেয়াদকালে দায়িত্ব পালন করেন তিনি।

[৭] বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত ৯ জুলাই থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করলে শূন্য হয় ঢাকা-১৮ আসন। এই আসনের ভোটের জন্য ৬ অক্টোবর পর্যন্ত সময় আছে। করোনা মহামারিজনিত দৈব-দুর্বিপাকের কারণে এই সময়ের মধ্যে ভোট না করলে সিইসি হাতে পরবর্তী নব্বই দিনেও ভোট করার ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে ১৪ জানুয়ারি পর্যন্ত সময় পাবে ইসি।

[৮] ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের তারিখ নির্ধারণে আগামী ২৩ আগস্ট (রোববার) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

[৯] দেশের পাঁচটি সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এগুলো হচ্ছে নওগাঁ-৬, পাবনা-৪ , ঢাকা-৫, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসন। এসব আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গত ১৭ আগস্ট থেকে মনোনয়ন ফরম বিতরণ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-১৮ আসন থেকে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে অপ্রত্যাশিত। গত পাঁচ দিনে এ আসন থেকে কিনেছেন ৪৩ জন। মনোনয়ন প্রত্যাশীদের এই সংখ্যা পাঁচ আসনের মধ্যে সর্বোচ্চ। আর ঢাকা-১৮ আসনসহ পাঁচটি আসনে এ পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১১৭টি। আগামী ২৩ আগস্ট পর্যন্ত এই আসনে ফরম বিক্রি চলবে।

রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির কার্যালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে লড়তে ৪৩ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়