শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্টোবরে জিম্বাবুয়ের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক : [২] চলতি বছরের অক্টোবরে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের খেলার কথা রয়েছে জিম্বাবুয়ে দলের। ওয়ানডে সিরিজটি আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হবে।

[৩] পাকিস্তান সফরের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এখনো সরকারের অনুমতি না পেলেও পিসিবি ইতোমধ্যেই সূচি চূড়ান্ত করে ফেলেছে। এমন তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বাের্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান ।

[৪] তিনি জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝিতে পাকিস্তানে পৌঁছাবে জিম্বাবুয়ে, সফরে ৩ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। সূচি চূড়ান্ত না হলেও সিরিজের সময়সীমা প্রস্তুত করে ফেলেছে পিসিবি।

[৫] ওয়াসিম খান বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট দল ২০ অক্টোবরে পাকিস্তানে পৌঁছাবে, এরপর ২ সপ্তাহের কোয়ারেন্টাইন পালন করবে তারা। নভেম্বরের শুরু দিকে মাঠে গড়াবে সিরিজটি, জৈব সুরক্ষিত প্রটোকল নিশ্চিত করেই সিরিজটি আয়ােজন করা হবে।

[৬] এর জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বাের্ডের কাছে গাইডলাইন জানতে চেয়েছে পিসিবি।’

[৭] এদিকে পাকিস্তান সফরের জন্য চেষ্টা শুরু করে দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। এ জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে তারা। এমনটা জানিয়েছেন জেডসির যোগাযোগ ম্যানেজার ডার্লিংটন মাজঙ্গা। তিনি জানান, পাকিস্তান সফরের জন্য জিম্বাবুয়ে সরকারের অনুমতির অপেক্ষায় আছেন তারা।
-দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়