শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোয়ারের পানিতে তলিয়েছে পটুয়াখালী পৌরসভাসহ ৬০ গ্রাম

ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর প্রবল প্রভাব ও অমাবস্যার জোয়ারের ফলে পটুয়াখালীর নদ-নদীর পানি বেড়ে গেছে। অস্বাভাবিক জোয়ার ও বৃষ্টির পানিতে পটুয়াখালী পৌরসভা ও জেলার উপকূলের অন্তত ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে গোটা জেলা যেমন ভাসছে, তেমনি গত দুই দিন ধরে অস্বাভাবিকভাবে জোয়ারের পানিতে পটুয়াখালীবাসী পড়েছে চরম বিপাকে। বাংলা ট্রিবিউন

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে পটুয়াখালীর উপকূলীয় কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা, দশমিনা, বাউফল, মির্জাগঞ্জ, দুমকী উপজেলা ও নদীরপারের অন্তত ৬০ গ্রাম প্লাবিত হয়। শহর রক্ষা বাঁধ না থাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয় পটুয়াখালী পৌরসভাও।

স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ওই সব চরের মানুষের বাড়িঘর ও ফসলি জমি। ফলে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন উপকূলের অনেক মানুষ। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে অবিরাম বৃষ্টিতে ও অস্বাভাবিক জোয়ারের পানির তোড়ে পটুয়াখালীর জেলা শহর রক্ষা বাঁধের স্লুইস দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে জেলা শহরের পৌর নিউমার্কেট চত্বরের সম্পূর্ণ বাজার এলাকা। এছাড়া লঞ্চঘাট সড়ক, মহিলা কলেজ রোড, জুবিলি স্কুল রোড, স্বনির্ভর রোড, কাঠপট্টি এলাকা, হাসপাতাল চত্বরসহ শহরের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।

পটুয়াখালী পৌরসভার ব্যবসায়ীরা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতি হয় কোটি টাকার।

পানিতে তলিয়ে গেছে পৌর এলাকার দোকানপাটঅপরদিকে জোয়ারের পানিতে ফেরিতে ওঠার রাস্তা না থাকায় লেবুখালী, বগা, মির্জাগঞ্জ, গলাচিপার ফেরি চলাচল বন্ধ থাকে ৫ থেকে ৬ ঘণ্টা। এ সময় ওই সব ফেরিঘাটের দুইপাড়ে অ্যাম্বুলেন্সসহ শত-শত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তির শিকার হন নদী পারাপারের জন্য অপেক্ষায় থাকা মানুষ।

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ে টিকতে না পেরে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা ইতোমধ্যে ট্রলার নিয়ে উপকূলে ফিরে এসেছেন।

কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় জেলেরা উপকূলে ফিরে এসেছে। মঙ্গলবার ও বুধবার কিছু ট্রলার সাগরের উদ্দেশে রওনা হলেও তারা কিছুদূর গিয়ে আবার তীরে ফিরেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়