শিরোনাম
◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপু তৌহিদুল: ভারতের কূটনীতিকদের বাংলাদেশে দৌড় ঝাঁপটা ভালো লক্ষণ নয়!

দীপু তৌহিদুল: ভারত মেড করোনাভ্যাকসিন নেওয়া থেকে বাংলাদেশের দূরে থাকা ভালো সিদ্ধান্ত হতে পারে। ভ্যাকসিন নেওয়াটা ছেলেখেলা যেমন নয়, তেমনি এটা বাঁশও বয়ে আনতে পারে বাংলাদেশের জন্য। ভারতের কূটনীতিকদের বাংলাদেশে দৌড় ঝাঁপটা ভালো লক্ষণ নয়। এই উপমহাদেশে অশান্তিগুলোর পেছনে ভারতের রাজনীতিবিদরাই যথেষ্ট ভূমিকা রাখে, এটা অস্বীকার করা যায় না। নেপাল এই ব্যাপারটারে খুব ভালো বুঝে, কিন্তু বাকিরা এড়িয়ে যায়। বাংলাদেশের রাজনীতির আজকে যে দুরাবস্থা তার মূলে ওই একই ভারত। খুবই দুঃখজনক বিষয় ভারতের সাধারণ নাগরিকদের খুব অল্প সংখ্যার মানুষ বিচার বুদ্ধি বোধটা দিয়ে এসব বুঝেন, এমনকি খোদ বাংলাদেশের একটি দলের অন্ধ সমর্থকেরা এটারে কিছুমিছুই ভাবেন। ভারত উপমহাদেশের যে দাদাগিরির খেলাটা চালায়, সেটাই ভারতের বিপক্ষে বুদ্ধিমান ও বোধ সম্পন্ন মানুষের মনকে নিয়ে যাচ্ছে, কেউ হুদাই শখ করে নেগেটিভ চিন্তা করে না।

আর এইটারে বাংলাদেশের কিছু দলান্ধ নিজ দলের স্বার্থে ‘ভারত বিরোধিতা’ বলে উল্লেখ করে দালাল চাপ সৃষ্টি করে রাখছে। ভারত বিরোধিতা মূলত ভারতের পররাষ্ট্র নীতির বিরোধিতা যা মূল ভারতের সাধারণের দিকে আঙ্গুল তোলা নয়। ভারতের নাগরিকরা তাদের দেশের স্বার্থটাকে বড় করে দেখবে- এটা স্বাভাবিক, ঠিক তেমনি উপমহাদেশের বাকি রাষ্ট্রগুলোর সচেতন নাগরিকরা নিজ নিজ রাষ্ট্রের স্বার্থ সচেতন হতে চাইবে- এটা মহাপাপ হতে পারে না। ‘ভারত বিরোধিতা’ প্রচারটাই একটা অনৈতিক নোংরা চাপ, যে চাপটা ভারত ও তার দালালরা তৈরি করে নিয়েছে তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য, এই চাপটাকে জোরাল ভাবে অগ্রাহ্য করতে হবে। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়