শিরোনাম
◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ লাখ মানুষ। গেল আট মাসে ভয়াবহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখের বেশি মানুষ। এর মধ্যে ১ কোটি ৫৫ লাখ মানুষ সুস্থ হয়েছেন। বাকি ৬৫ লাখ মানুষ এখনও চিকিৎসাধীন। চলতি মাসে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে বেড়েছে সংক্রমণ।

দেশগুলোয় প্রতিদিন গড়ে ৫০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে, মারা যাচ্ছে প্রায় এক হাজার করে। দক্ষিণ আফ্রিকায়ও রোগীর সংখ্যা বাড়ছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স, বিবিসি ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৯ হাজার ১২৫ জন। মারা গেছেন ৭ লাখ ৯৮ হাজার ৬৮৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৬১ হাজার ৭৬২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার ৭২৪ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৫১, মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮৬ জনের।

বিশ্ব তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩৪১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৯০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৫৭ লাখ ৪৬ হাজার ৯৭৪ জন, মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৪৬৮ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৭ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৪ জনের। এতে দেশটিতে মোট রোগীর সংখ্যা ৩৫ লাখ ৫ হাজার ১৯২ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৪১৯ জনের। বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫২২ জন। একই সময়ে মারা গেছেন ৯৮১ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৯ লাখ ১০ হাজার ১২২ জন, মারা গেছেন ৫৫ হাজার ২ জন।

চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ৯ লাখ ৪৬ হাজার ৯৮৪ জন, মারা গেছেন ১৬ হাজার ১৮৯ জন। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৬ লাখ ১ হাজার ১০২ জন, মৃত্যু হয়েছে ১২ হাজার ৬১৮ জনের। ষষ্ঠ স্থানে পেরুতে আক্রান্ত ৫ লাখ ৬৭ হাজার ১৫৫ জন, মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৪ জনের। মেক্সিকোয় মোট রোগী ৫ লাখ ৪৩ হাজার ৮৫০ জন, মৃত্যু হয়েছে ৫৯ হাজার ১৫৪ জনের। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়