শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় চোরা কারবারির টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় চোরা কারবারির টাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত জুয়েল মিয়া (১৪) নামে এক শিক্ষার্থী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] শুক্রবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বুধবার (১৯আগস্ট) উপজেলার উত্তর জাওরানী গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। জুয়েল উপজেলার উত্তর জাওরানী গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে জাওরানী মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র।

[৪] আটককৃতরা হলেন, উপজেলার উত্তর জাওরানী গ্রামের আমির হোসেনের পুত্র আব্দুর রহিম ও আব্দুর রহিমের পুত্র জাহাঙ্গীর।

[৫] জানাগেছে, নিহত জুয়েলের ভাই সবুজ ও আটককৃত জাহাঙ্গীর যৌথভাবে ভারতীয় চোরা কারবারি করতো। সবুজ জাহাঙ্গীরের নিকট ভারতীয় গরু পারাপারের ১০ হাজার টাকা পায়। সেই টাকা চাইলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এরমধ্যে গুরতর অবস্থায় জুয়েল ও সবুজকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়।

[৬] এদিকে জুয়েলের মা রহিমা বেগম বাদি হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আব্দুর রহিম ও জাহাঙ্গীর হোসেন নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

[৭] এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা হওয়ার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শনিবার সকালে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়