শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গিবাদ বিএনপি-জামায়াতের সৃষ্টি: শেখ আজগর নস্কর

সমীরণ রায়: [২] আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বাঙালি জাতির জন্য আগস্ট শোকের মাস। আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠে। এখন পর্যন্ত যত রাজনৈতিক হত্যা হয়েছে, তার সবই আগস্টে। ১৫, ১৭ ও ২১ আগস্ট একই সূত্রে গাথা।

[৩] তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি। তারই ধারবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্যই গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি জামায়াত জোট সরকার। সেই দিন নেত্রীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী শহীদ হন।

[৪] শেখ আজগর নস্কর বলেন, তারেক রহমানের প্রত্যক্ষ মদদে জঙ্গিরা এদেশের রাজপথ রক্তাক্ত করেছিলো। সেই জায়গা থেকে শেখ হাসিনা সুন্দর শান্তিময় ও উন্নত দেশে পরিনত করেছেন।

[৫] শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় অস্থায়ী বেদীতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

[৬]এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ছায়ীদুর রহমান সাঈদ, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক, সহ-সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা রাশেদুজ্জামান রাশেদ, ড. মমতাজ খানম, ইউসুফ আলী বাচ্চু, সাজেদুল হক কমল, ফিরোজ আহমেদ তালুকদার, সাজ্জাদুল হক লিকু সিকদার, মো. শফিউল আলম শফিক, এম এইচ এনামুল হক রাজু, মোঃ সাঈদ মজুমদার, নাজমুল হক প্রমুখ।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়