শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড উপসর্গ নিয়ে সাতক্ষীরায় এক জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: [২] করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার  (২১ আগস্ট) সাড়ে ৫ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

[৩] মৃত ওই ব্যক্তির নাম আলাউদ্দিন সরদার (৬৮)। তিনি তালা উপজেলার কুমিরা ইউনিয়নের নোয়াকাটি গ্রামের নয়েজ আলী সরদারের ছেলে।

[৪] মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¦াবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ১৫ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তালা উপজেলার নোয়াকাটি গ্রামের আলাউদ্দীন সরদার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। এর আগে গত ১৬ আগস্ট তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। তিনি আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তার বাড়ি।

[৫] এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৬ জন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়