শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভূমিমন্ত্রী পরিবারের ৬ জন মনোনয়ন যোদ্ধা

ঈশ্বরদী প্রতিনিধি : [২] পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, পাবনা-৪ আসনের সাংসদ ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে শিগগিরই। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এ মাসে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

[৩] এদিকে, শূন্য হওয়া এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি দেখা দিয়েছে। গেল চারদিনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৫ জন। এর মধ্যে সাবেক সাংসদের পরিবার থেকেই ৬জন—প্রয়াত মন্ত্রীর স্ত্রী, ছেলে, মেয়ে, মেয়ের স্বামী, সাংসদের ভগ্নিপতি ও খালাতো ভাই মনোনয়ন ফরম তুলেছেন। প্রয়াত এই পরিবারে এতো সংখ্যক সদস্যদের মনোনয়ন ফরম সংগ্রহ করা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

[৪] দলীয় একাধিক সূত্র বলছে, আসনটি শূন্য ঘোষণার পরই উপনির্বাচনে মনোনয়ন পেতে মাঠে নেমেছেন শামসুর রহমান শরীফের স্ত্রী ও ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন নাহার শরীফ। তিনি মনোনয়ন প্রত্যাশা করে পোস্টার-ব্যানারে ভরে দিয়েছেন নির্বাচনী এলাকা। পাল্টা পোস্টার-ব্যানার টাঙিয়ে মনোনয়ন প্রত্যাশা করেছেন তাঁদের বড় ছেলে ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য গালিবুর রহমান শরীফ। তবে মাকে আসন ছাড়তে রাজি নন তিনি।

[৫] অন্যদিকে, মা ও ভাইকে টপকে মনোনয়ন প্রত্যাশা করছেন বড় বোন ও জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন এবং তাঁর স্বামী ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। একই দৌড়ে অংশ নিচ্ছেন শামসুর রহমান শরীফের ভগ্নিপতি অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাবিব ও খালাতো ভাই এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহম্মেদ বকুল।

[৭] শরীফ পরিবারের বাইরে আরও প্রায় এক ডজন আওয়ামী লীগ নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যে স্থানীয়দের চোখে এগিয়ে রয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সৈয়দ আলী জিরু।

[৮] জিরুর সঙ্গে নৌকার প্রার্থী হতে স্থানীয় মাঠে সক্রিয় রয়েছেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ও দুদকের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু, ডিজিএফআইয়ের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস এম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম, সাবেক সাংসদ পাঞ্জাব আলী বিশ্বাস, সাবেক সাংসদ মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনজীবী রবিউল আলম।

[৯] কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, পাবনা-৪ আসনের উপনির্বাচন নিয়ে নানা হিসাবনিকাশ করছে আওয়ামী লীগ। আসন্ন উপনির্বাচনগুলোতে দলীয় প্রার্থী মনোনয়নে পারিবারিক বলয়ের বাইরে যেতে চায় দল। প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান শরীফের বউ, ছেলে, মেয়েকে দলীয় মনোনয়ন দেওয়ার বদলে নতুন কোনো জনপ্রিয় মুখকে সুযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দল।

[১০] তথ্যমতে, অতীতে পরিবারের মধ্যে রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়েও ঝামেলা হয়েছিল। এমনকি সংঘর্ষও হয়েছে।

পাবনা-৪ আসনের প্রার্থীর বিষয়ে আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, অনেকেই নির্বাচন করতে আগ্রহী, দলীয় মনোনয়নের জন্য তত্পরতা শুরু করেছেন। তাদের ভেতর থেকে দলের সভাপতি শেখ হাসিনা যাকে যোগ্য বিবেচনা করবেন, তিনিই মনোনয়ন পাবেন।

[১১] একাধিক আ. লীগের প্রবীণ নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, একটি উপনির্বাচনে প্রার্থিতা নিয়ে মা-ছেলের দ্বন্দ্ব। মা-মেয়ের যুদ্ধ। ভাই-বোনের মনোমালিন্য। প্রয়াত ভাইয়ের পরিবারের সঙ্গে খালাতো ভাইয়ের রেষারেষি।

[১২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, ‘যারা যোগ্য, জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির, যারা দলের জন্য নিবেদিত, নেতাকর্মীদের কাছে যাদের জনপ্রিয়তা আছে, জনগণের কাছে আছে গ্রহণযোগ্যতা, তাদের এসব উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে। আমাদের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।’

[১৩] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে আওয়ামী লীগ সব সময়ই মনোনয়ন বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এক্ষেত্রেও সেটাই হবে। মনোনয়ন বোর্ডের বৈঠকে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়