শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ সেপ্টেম্বর ডাকা সংসদের ৯ম অধিবেশন সংক্ষিপ্ত হবে, চলবে ৫/৬ কার্যদিবস

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় বসবে। সভাপতিত্ব করবেন স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। এবারের অধিবেশনের কার্যদিবস সংক্ষিপ্ত হবে। ৫/৬ কার্যদিবস চলবে অধিবেশন বলে সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে।

[৩] জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ প্রতিবেদককে বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে কোভিড-১৯ পরিস্থিতিতেও সংসদের অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, কড়াকড়ি ভাবে মানা হবে স্বাস্থ্যবিধি। গত ২ অধিবেশনের মতই রোষ্টার করে অধিবেশনে অংশ নিবেন সংসদ সদস্যরা।

[৪] তিনি জানান, অধিবেশন হবে সংক্ষিপ্ত। চলবে ৫/৬ কার্যদিবস। শারীরিক দূরত্ব মেনে অধিবেশনের আসন বিন্যাস করা হবে। যা বিগত বাজেট অধিবেশনে করা হয়েছিলো।

[৫ ] সাংবিধানিক বিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বাজেট অধিবেশন শেষ হয়েছিল ৯ জুলাই। সেই হিসাব মতে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসা বাধ্যতামূলক।

[৬] এদিকে ,মো নাজমুল হক উপসচিব সংসদ সচিবালয়ের আইন শাখা-১ এ প্রতিবেদককে বলেন, নিয়ম মেনেই শুরু হবে ৯ম সংসদ অধিবেশন। কঠোরভাবে মানা হবে স্বাস্থ্য সুরক্ষা।

[৭] উল্লেখ্য, ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়। এটা ছিলো চলমান সংসদের ৮ম অধিবেশন। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ কার্যদিবস। অন্যদিকে, কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি মধ্যেই ৭ম ও ৮ম অধিবেশন বসে।

[৮] ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৬ সেপ্টেম্বর অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়