শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভনে টাকা আত্মসাৎ চক্রের ২ গ্রেপ্তার

সুজন কৈরী: [২] বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের ও ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাতকারী চক্রের মূল হোতাসহ দুজন প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার দুজন হলেন- সৈয়দ আরিফ হাসান ওরফে রনি (৪০) ও সাইফুল ইসলাম।

[৩] সিআইডির ঢাকা মেট্রোর উত্তর বিভাগের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল হক বলেন, বুধবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার একটি বাসা ও ফার্মগেটের একটি মার্কেট থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। সৈয়দ আরিফ হাসানের রুম থেকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ও ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র, যোগদানপত্র, বেতনবিল অনুমোদনপত্র, অগ্রিম বেতন বিলের অনুমোদন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অফিস আদেশ ও বদলীর আদেশসহ ৭টি বিভিন্ন সিল মোহর উদ্ধার করা হয়।

[৪] সৈয়দ আরিফ হাসানের দেয়া তথ্যে ফার্মগেটের সাগর সৈকত মার্কেটের এসএম কম্পিউটার এন্ড সার্ভিস নামক দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন কর্মকর্তার নামের স্বাক্ষর স্কেনিংয়ের মাধ্যমে নিয়োগপত্রসহ অন্যান্য নিয়োগ সংক্রান্ত তৈরি করা কাগজ জব্দ করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক ও প্রতারক চক্রের সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে তার কম্পিউটারের মনিটর পিসি স্কেনার মেশিন ও প্রিন্টার জব্দ করা হয়।

[৫] এ ঘটনায় বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানায় মামলা হয়েছে।

[৬] সিআইডির ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পু্িলশ সুপার খালেদ হাওলাদার জানান, গ্রেপ্তার দুজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে নিরীহ সহজ সরল বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরি দেয়ার প্রলোভনে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়