শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইয়ে নারী পাচারের সঙ্গে একজন চিত্রনায়িকার ম্যানেজার জড়িত

সুজন কৈরী: [২] দুবাইয়ে নারী পাচার চক্রের মূলহোতা সিআইডির হাতে গ্রেপ্তার আজম খানের সহযোগীদের শনাক্তে কাজ করছে তদন্ত সংস্থা সিআইডি। ইতোমধ্যে নির্মল কুমার দাশ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে রাখা হয়েছে নজরদারিতে।

[৩] সূত্রমতে, জিজ্ঞাসাবাদে নির্মল জানিয়েছে, নিজ নামে নারায়ণগঞ্জে একটি ড্যান্স একাডেমি খুলে ছেলে-মেয়েদের নাচ শেখাতেন। পাশাপাশি গায়ে হলুদ ও জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে নাচ প্রদর্শন করতেন। অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে তিনি বিভিন্ন লোকজনকে তার ভিজিটিং কার্ড সরবরাহ করেন। সেইসূত্রে দুবাইয়ে নারী পাচার চক্রের মূলহোতা আজম খানের ভাই দুবাইয়ে থাকা নাজিমের সঙ্গে নির্মলের পরিচয় হয়।

[৪] নাজিমের কথামতো নির্মল প্রথমে দুজন তার একাডেমিতে নাচ শেখা দুজন তরুণীকে মাসে ৫০ হাজার টাকা বেতন দেয়ার কথা বলে নাজিমের মাধ্যমে দুবাই পাঠান। এজন্য নির্মল ৩০ হাজার টাকা পান। কিন্তু ওই দুই তরুণী দুবাই যাওয়ার পর চুক্তি মোতাবেক টাকা না পেয়ে ফিরে আসেন। তারা নির্মলকে জানান, তারা কোনো কাজ পাননি, চুক্তি অনুযায়ী তাদের টাকাও দেয়া হয়নি এবং দুর্বব্যহার করা হয়েছে। পরে ওই দুই তরুণী দেশে ফেরত আসেন। এরপর নির্মল নাজিমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে সিআইডির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

[৫] তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নাজিমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়া হলেও নির্মল এরপরও আজম খানের চক্রের অন্য সদস্যদের মাধ্যমে দুবাইয়ে নারী পাচারে সহায়তা করেছেন। এজন্য তিনি এক থেকে দুই হাজার টাকা করে পেতেন। নির্মল কয়েক ধাপে ১৫ থেকে ২০ জন তরুণীকে প্রলোভন দেখিয়ে দুবাই পাচার করেছেন। একপর্যায়ে শারীরিক অসুস্থতার কারণে ড্যান্স একাডেমি বন্ধ করে অটোরিকশা চালাতেন নির্মল।

[৬] সূত্র জানায়, তদন্তে আজম খানের চক্রের সঙ্গে দেশের একজন জনপ্রিয় নায়িকার ম্যানেজারসহ কয়েকজনের নাম জানা গেছে। তবে এ বিষয়ে এখনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

[৭] সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ফারহান বলেন, দেশব্যাপী এ চক্রের সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ চলছে। আজম খানের দুই ভাই নাজিম ও এরশাদ খানকে ফিরিয়ে আনতে এনসিবির মাধ্যমে কোরবানীর ঈদের আগেই সংশ্লিষ্ট দেশকে চিঠি দেয়া হয়েছে। এটি নিয়ে কাজ চলছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়