শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনশি জাকির হোসেন: ধর্ম নিরপেক্ষ গ্রাম, ধর্ম নিরপেক্ষ পরিবার গড়ে তুলুন

মুনশি জাকির হোসেন: আইন প্রণয়ন, আইনের প্রয়োগ, আদালত, বিচার, এগুলো কতোটা কঠিন। এর থেকেও হাজার গুণ কঠিন হলো সামাজ সংস্কার। আর এই সমাজ সংস্কারের অন্যতম পূর্ব শর্ত হলো সমাজের ভেতরে প্রবেশ করা। সমাজের ভেতরে প্রবেশ না করে সমাজ সংস্কার করতে গেলে বুমেরাং অনিবার্য। যারা সমাজের ভেতর প্রবেশ না করে সমাজ সংস্কার করতে গিয়েছেন। তারাই সমাজ থেকে পরিত্যাক্ত হয়েছেন। রাষ্ট্র ধর্ম ইসলাম, কিংবা মৃত্যুদণ্ড, এই দুটোর একটিও আধুনিক রাষ্ট্র কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ না। রাষ্ট্রকে এই অবস্থানে নিতে হলে প্রথম যে অত্যাবশ্যকীয় কর্ম সেটি হলো, উদারনৈতিক, সৃজনশীল, মানবিক মূল্যবোধ, রুচিসম্মত, জ্ঞান নির্ভর নাগরিক গড়ে তোলা।

বাংলাদেশ এই অবস্থান থেকে সহস্র বছর দুরে আছে। আপনি আপনার জনপদের জনগণকে সুনাগরিক হিসেবে গড়ে তুলুন। সেই নাগরিকই আপনার রাষ্ট্রের গতি প্রকৃতি নির্ধারণ করে দিবে। ভূমি বাস্তবতা কী বলছে। এক শিবিরই যে লাখ লাখ নাগরিকদেরকে পলিটিক্যাল ইসলাম, রাষ্ট্র ধর্মের পক্ষের নাগরিক বানিয়ে নিজেদের কব্জায় নিয়ে গেলো। এর বিপরীতে আমি, আপনি, আমরা কতোজন নাগরিক ধর্ম নিরপেক্ষ সমাজ, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে প্রস্তুত করেছি। আপনি ধর্ম নিরপেক্ষ সমাজ গড়ে তুলুন। ধর্ম নিরপেক্ষ গ্রাম, ধর্ম নিরপেক্ষ পরিবার গড়ে তুলুন। দেখবেন একদিন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে গেছে। সংবিধান সংশোধনের দাবি করার প্রয়োজন হবে না। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়