শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের নতুন স্পন্সরও চাইনিজ!

ডেস্ক রিপোর্ট : চীন-ভারত রাজনৈতিক দ্বন্দ্ব ব্যাপকহারে মাথাচাড়া দিয়ে ওঠায় শেষপর্যন্ত আইপিএলের স্পন্সরশিপ থেকে সরে দাঁড়ায় চীনা মোবাইল প্রতিষ্ঠান ভিভো। তবে চাইনিজদেরকে অস্বীকার করতে পারছে কই আইপিএল? আসন্ন আইপিএলের জন্য নতুন যে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে তারা সেটিও যে চীনাদেরই!

সীমান্তে বিরোধের জের ধরে ভারতে চীনবিরোধী মনোভাব প্রকট হয়ে ওঠে। আগের চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ভিভোকে এবারও পৃষ্ঠপোষক হিসেবে রাখতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। এরপরই ফুঁসে ওঠেন ভারতীয়রা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়ে বলেন, বয়কট করবেন এবারের আইপিএল। অবস্থা বেগতিক দেখে স্পন্সরের নাম থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয় ভিভোই।

এরপর বেশ বিপদেই পড়ে বিসিসিআই। করোনাকালে আর্থিক মন্দার মধ্যে স্পন্সর খুঁজে পাওয়াই যে মুশকিল হয়ে যাচ্ছিলো তাদের জন্য। নানা আলোচনা শেষে গেম সাইট ড্রিম ইলেভেনকে পৃষ্ঠপোষক ঘোষণা করে আয়োজক কমিটি।

চারমাসের জন্য ড্রিম ইলেভেন বিসিসিআইকে দিচ্ছে ২২৪ কোটি রুপি। এর আগে প্রতি আসরের জন্য ভিভো দিচ্ছিলো প্রায় ৪০০ কোটি রুপি। কিন্তু চীন-ভারতের রাজনৈতিক দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করায় লাভজনক সেই চুক্তি চালিয়ে যেতে পারেনি বিসিসিআই।

 

তবে নতুন এই প্রতিষ্ঠানেও নাকি রয়েছে চীনা সংশ্লিষ্টতা! ভিডিও গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘টেনসেন্ট’ এটির অন্যতম অংশীদার যেটি একটি চীনা প্রতিষ্ঠান।

তবে বিসিসিআই দাবি করছে, ড্রিম ইলেভেনে চীনা অংশীদারত্ব যা আছে সেটি খুবই নগণ্য হওয়ায় তাতে কোন সমস্যা দেখে না তারা। প্রয়োজনে আলাপ-আলোচনার মাধ্যমে সেটি 'ঠিক' করা যাবে বলেও জানিয়েছে বিসিসিআই।
সূত্র- সময়.টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়