শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনসার আল ইসলামের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ডার র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর দারুস সালামের গাবতলি এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কমান্ডার জাহাঙ্গীর ওরফে সাকিব ওরফে নিশা স্যারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। তার কাছ থেকে সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

[৩] র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, চলতি বছরের গত ২৭ জুলাই সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে পাওয়া তথ্যে গত ১৪ আগস্ট ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থান থেকে আরও ৩ জন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার কার হয়। তাদের দেয়া তথ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার কমান্ডার জাহাঙ্গীরের বিষয়ে জানা যায়।

[৪] র‌্যাব কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী বলেন, জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জের একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। বর্তমানে আনসার আল ইসলামের তার এক সহোচরের ওয়ার্কশপে কাজ করেন। গত ৬ বছর ধরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির যুক্ত আছেন। তিনি ২০ থেকে ২৫ জন সদস্যের একটি ইউনিট চালানোর পাশাপাশি সংগঠনের চাঁপাইনবাবগঞ্জের আমির হিসেবে নিয়মিতভাবে তারও উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। সম্প্রতি তিনি সংগঠনের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে গোপন বৈঠকের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়