শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৌরব তিওয়ারি মৃত্যু ভাবিয়ে তুলেছে সব পেরানর্মাল বিশেষজ্ঞদের

মাশরুরা রিদিতা: [২] ইন্ডিয়ার পেরনর্মাল সোসাইটির প্রতিষ্ঠাতা ্এবং বিখ্যাত বিশেষজ্ঞ ৩২ বছর বয়সি গৌরব তিওয়ারিকে নিজের বাড়ির বাথরুমে সংজ্ঞহীন অবসথায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাচাঁতে পারিনি চিকিৎসকরা। কি ঘটেছিল গৌরবের? ভূত-প্রেত নিয়ে গবেষণা করা এই ব্যাক্তি কী তবে কোনো অশরীরীর হাতেই মারা গেলেন? আসুন জেনে নেই এই রহস্য সম্পর্কে।

[৩] গৌরব তিওয়ারি ভুত-প্রেত নিয়ে গবেষণা করে অনেক সুনাম ও কুড়িয়েছেন। তার নেশা ছিল ভুত খোজা। সেই নেশাকেই পেশায় পরিনত করেন গৌরব। জানা গেছে প্রায় ছয়শর বেশি ভৌতিক বাড়িতে রাত কাটিয়েছেন তিনি। লক্ষ্য ছিল মানুষের মন থেকে ভুতের ভয়কে নির্মূল করা। ভৌতিক জায়গা বলে পরিচিত বাড়িগুলো সমপর্কে সঠিক তথ্য পেশ করা। এই ভাবনা থেকেই ২০০৯ সালে তিনি গড়ে তুলেন ইন্ডিয়ান পেরানর্মাল সোসাইটি ।

[৪] প্রশিতূষ ভুতের বাড়ি গুলোতে চুক্তিতে ঞড়ঁৎ আয়োজন করতেন গৌরব তিওয়ারির এই সংস্থা। কিন্তু তার মৃত্যু নিয়ে রয়েগেছে রহস্য। জানা যায়, তিনি নিজ বাড়ির বাথরুমে ছিলেন। পরিবারের সদ্যসরা আচমকা একটা বিকট শব্দ শুনতে পেয়ে তারা ছুটে যান। দরজা ভেঙ্গে বাথরুমে ঢুকে তারা দেখেন মেঝেতে পড়ে আছেন গৌরব। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাচাঁনো যায়না তাকে। মযনা তদন্ত রিপোর্টে জানা গিয়েছে তার ঘাড়ের নিচে সরু একটা কালো দাগ রয়েছে।

[৫] পুলিশের প্রাথমিক অনুমান গৌরব আত্যহত্যা করেছেন। যদিও সে তথ্য মানতে নারাজ তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের মতে গৌরব ভষীণ হাসি-খুশি প্রকৃতির মানুষ ছিলেন। তাই তার এই ভাবে আত্মহত্যা করার কোনো কারন নেই।

[৬] এই বেপারে গৌরবের স্ত্রী জানান, মৃত্যুর কিছুদিন আগে গৌরব একটি ভুতূরে বাড়িতে গিয়ে ভুতের সাথে কথা বলেন। ইউটিউবে ভিডিওটি ভাইরালও হয়ে যায়। ভূতের সাথে তাকে কথা বলতে দেখে অনেকেই চমকে ওঠেন। সে ঘটনার পর থেকেই গৌরবের আচারণে পরিবর্তন দেখা যায়।

[৭] তার স্ত্রী জানান, সাম্প্রতিককালে গৌরবকে বার বার বলতে শুনা গেছে কোনো অশুভ শক্তি তাকে টানছে। আর সেই শক্তিকে তিনি নিয়ন্ত্রন করতে পারছেন না। স্বামীর এই কথাকে গুরুত্ব দেননি তিনি। উল্টো তার মনে হয়েছিল কাজের কারনে তার স্বামীর হয়তো এমন সব কল্পনা করছে। গত সাত বছরে গৌরব ভারতের প্রায় ৬০০ ভৌতিক বাড়িতে গিয়েছেন। ভূত-প্রেত নিয়ে ও চর্চা করেছেন। সেই সব বাড়িতে আদো ভূত আছে কিনা তা নিয়ে তদন্ত ও করেছেন। সেই ভূত সন্ধানীর এমনভাবে মৃত্যু অবাক করে দিয়েছে সবাইকে। গৌরবের এই অস্বাভাবিক মৃত্যু সব পেরানর্মাল অনুসন্ধানীদের ভাবনা-চিন্তা পাল্টে দিয়েছে। সারাজীবন মানুষকে ভূতে ভয় থেকে মুক্তি করার প্রায়স করে গিয়েছেন যে গৌরব তার ভৌতিক মৃত্যুর রহস্য ভেবে আজ সকলে দিশেহারা। সূত্র: ইউটিউব থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়