শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে তফসিল ২৩ আগস্ট

বাশার নূরু: [২] বুধবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

[৩] দেশের পাঁচটি সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এগুলো হচ্ছে নওগাঁ-৬, পাবনা-৪ , ঢাকা-৫, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসন। এর মধ্যে আগামী ২৩ আগস্ট তফসিল ঘোষণা করা হবে ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে নির্বাচনের। বাকি আসনগুলোতে তফসিল ঘোষণা করা হবে পরে।

[৪] নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন প্রথম ৯০ দিন এবং পাবনা-৪ আসনের উপ-নির্বাচন পরবর্তী দিনের মধ্যে হতে যাচ্ছে। পাবনা-৪ আসনের সংসদে শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল মারা যান। মহামারি করোনার কারণে কমিশন প্রথম ৯০ দিনে এ আসনের উপ-নির্বাচন করতে পারেনি। দৈব দুর্বিপাকে ভোট পেছানোর' অংশ হিসেবে কমিশন পরবর্তী ৯০ দিনে ওই আসনের উপ-নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে আসনের উপ-নির্বাচন করতে হবে।

[৫] ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যান। আগামী ৮ অক্টোবরের মধ্যে এ আসনের উপ-নির্বাচন করতে হবে। দৈব দুর্বিপাক'-এর কারণে নির্বাচন কমিশন আরো ৯০ দিন সময় নিয়ে ভোট করতে পারত। পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসির ভোটগ্রহণ সিদ্ধান্তের হিসাবে আগামী ১ নভেম্বর ঢাকা-৫ এবং ৯ ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচন করতে হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়