শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধোনিকে আবার মাঠে ফেরাতে চায় বিসিসিআই, আয়োজন হবে ‘বিদায়ী ম্যাচ’

স্পোর্টস ডেস্ক: [২] শনিবার সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও আপলোড করে সংক্ষেপে জানিয়ে দিয়েছেন, ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে তিনি একজন সাবেক ক্রিকেটার।

[৩] ধোনির এমন আকস্মিক বিদায়ে রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশের ক্রিকেটে যার এত বেশি অবদান, তাকে কোনো আয়োজন ছাড়াই সাদামাটাভাবে বিদায় জানানোটা ঠিক মেনে নিতে পারছে না ভারতের বোর্ড।
[৪] তাই ধোনির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিসিআই।

[৫] ভারতভিত্তিক সংবাদসংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আসন আইপিএলের মৌসুমে ধোনির সঙ্গে তার বিদায়ী ম্যাচের বিষয়ে আলোচনা করবে বোর্ড। এরপর যা কিছু আয়োজনের পরিকল্পনা করা হবে।

[৬] সেই কর্মকর্তা বলেছেন, ‘এখন আমাদের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। আইপিএলের পর আমরা দেখব কী করা যায়। কারণ ধোনি এই দেশের জন্য অনেক দিয়েছে এবং সে সবধরনের সম্মান প্রাপ্য। আমরা সবসময়ই চেয়েছি ধোনির জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করতে।

[৭] তবে ধোনি পুরোপুরি ভিন্ন ধরনের খেলোয়াড়। সে এমন এক সময় অবসরের ঘোষণা দিলো, যখন কেউ ভাবেওনি।’

[৮] তবে অবসরের সিদ্ধান্ত জানানোর পর ধোনির সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কথা হয়নি, ‘এখনও তেমন কথা হয়নি। তবে আমরা আইপিএলের সময় তার সঙ্গে অবশ্যই কথা বলবো। আমার মতে, সেটাই হবে যেকোনো কিছুর ব্যাপারে আলোচনার জন্য যথাযথ সময়। সে রাজি হোক বা না হোক, তার জন্য একটা সংবর্ধনার আয়োজন করা হবে।-ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস

  • সর্বশেষ
  • জনপ্রিয়