শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যোগ্য না হলে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হতাম না, মিশেল ওবামার সমালোচনার জবাবে ট্রাম্প

লিহান লিমা: [২] সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে তীব্র কটাক্ষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেট দলের নির্বাচনি সম্মেলনে মিশেল ‘চরমভাবে বিভেদ সৃষ্টিকারী’ বক্তব্য দিয়েছেন। ডেইলি মেইল

[৩] এ সময় পূর্বে ধারণকৃত ভিডিও বার্তা দেয়ার জন্য মিশেলের সমালোচনা করেন তিনি। বলেন, ‘তার সরাসরি কথা বলা উচিত ছিলো। তিনি যে কথাগুলো বলেছেন, তোষামোদী পর্যালোচনা করেছেন, যদি সরাসরি বলতেন তবে তা এতটা সুক্ষ্মভাবে বলতে পারতেন না।’

[৪] এই সময় রিপাবলিকান কনভেনশনে দেয়ার জন্য নিজের পূর্বে ধারণকৃত ভিডিও নিয়ে সাফাই গেয়ে ট্র্রাম্প বলেন, ‘আমারটা অনেক সহজ।’

[৫] দুই বারের ফার্স্ট হওয়া সত্ত্বেও রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে নিজকে বিরত রেখে এসেছিলেন মিশেল। তবে এবারের ডেমোক্রেট সম্মেলনে নিজের বক্তৃতায় সরাসরি ট্রাম্পকে ‘ভুল’ ‘অদক্ষ’ প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘আমি রাজনীতি পছন্দ করি না। কিন্তু এটি এমন একটি সময় যে আমাদের দেশের জন্য দাঁড়াতে হবে।’

[৬] এদিকে ট্রাম্প বলেন, যদি তিনি যোগ্য না হতেন তবে বারাক ওবামার উত্তরসূরী হিসেবে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হতেন না। ট্রাম্প আরও বলেন, ‘যদি তারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতো তবে আজ আমি এখানে থাকতাম না।’

[৭] টুইট বার্তায় ট্রাম্প এও বলেন, ‘সংবেদনশীল মন্তব্যের জন্য মিশেলকে ধন্যবাদ।’ সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়