শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চা খাচ্ছেন, বিষ খাচ্ছেন না তো (ভিডিও)

সাদেক আলী: [২] কাগজ বা প্লাস্টিকের কাপে চা পান বর্জন করুন, না হলে বাধা পেতে পারে মস্তিকের গঠন। দেখা দিতে পারে বন্ধ্যাত্ব মত সমস্যা। অফিস ফেরত ক্লান্ত কাটাতে বা পথ চলতে হঠাৎ করে আলতে করে চায়ের কাপে চুমুক কলকাতার লোকেদের অনেক দিনের অভ্যাস। কলকাতা এখনো বলছে চায়ের ক্ষেত্রে মাটির ভারের আমেজি আলাদা, তবে রাস্তাঘাটে উপায় না থাকায় চুমুক দিতে হয়, কাগজ বা প্লাস্টিকের কাপে। নিউজ বাংলা
[৩] চা প্রেমী, রামানুজ মল্লিক বলেন, আমি পেপার করি মাটির ভারে চা খাওয়া, মাটির ভারে চা খাওয়া স্বাদ আলাদা।

[৪] চা- প্রেমী, রত্নজিৎ দাস বলেন, যেখানো অপশন থাকে না সেখানো চা টা মেইন হয়ে দাড়ায়, তখন কাগজের কাপে এডজাস্ট করে নিতে হয়।

[৫] মাটির ভারের উৎপাদন কম, দামও বেশি, তাই প্লাস্টিক বা কাগজের কাপ ক্ষতিকারক জেনেও চা বিক্রেতারা ব্যবহার করছে। একি জিনিস একটা মাটির ভারে আকেরটা কাগজের কাপে। মাটির ভারের টা চা, কাগজের টা বিষ, কাগজের কাপেও থাকছে প্লাস্টিকের প্রলেপ, দেয়া হচ্ছে না মোমের প্রলেপ। প্লাস্টিকে গরম চা ঢাললে রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় ‘ বিসফেনল এ’, বিসফেনল এ থাইরয়েড হরমোনকে বাধা দেয়, বাধাপ্রাপ্ত হয় মস্তিকের গঠন। গর্ভবতী মহিলাদের রক্ত থেকে ‘ বিসফিনোল এ’ যায় ভ্রুণে, নষ্ট হয়ে যেতে পানে ভ্রুণ দেখা দিতে পারে বন্ধ্যাত্ব, শিশু বিকলাঙ্গ হতে পারে।

[৬] অধ্যাপক, প্রশান্ত বিশ্বাস বলেন, যত পাতলা প্লাস্টিক হয় তত আমাদের শরীরের ক্ষতি করে বেশি।

[৭] বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক বা কাগজের কাপ এড়িয়ে চলুন।

[৮] চা খান তবে কাগজের বা প্লাস্টিকের কাপে নয়, অবশ্যই মাটির ভারে বা কাচের গ্লাসে। নিজেও ভালো থাকুন পরিবেশকে ভালো রাখুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়