শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমাতে কাজ করছে পুলিশ

আরিফুল ইসলাম : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সেবা কার্যক্রম সহজ করণ, পুলিশি সেবা পেতে নাগরিকদের সময় বাঁচানো, সেবা গ্রহণকারী সাধারণ মানুষের সঙ্গে সেবা দানকারী পুলিশের দূরত্ব কমানো এবং একটি অধিকতর জনবান্ধব পুলিশের প্রত্যয় নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। এতে এখানে অগ্রণী ভূমিকা পালন করছেন সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ।

[৩] এরই প্রেক্ষিতে মঙ্গলবার সরাইল সদরের কুট্টাপাড়া গ্রামে সেলিম খন্দকার মার্কেট এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান। সরাইল থানার ওসি আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদের সমন্বয়ে সভায় স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে সোমবার অরুয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সভা হয়।

[৪] পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)-এর নির্দেশে দেশব্যাপী পুলিশের ইউনিট সমূহ পুলিশিং সেবাকে বিট পুলিশিং-এর মাধ্যমে গণমূখী করার জন্য বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়েছে। এরই প্রেক্ষিতে সরাইল উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় পর্যায়ক্রমে বিট পুলিশিং সভা অব্যাহত রয়েছে।

[৫] সরাইল সার্কেল-এর সহকারি পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, পুলিশ-জনতা সম্পর্ক উন্নয়ন এবং জনগণের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার মধ্যদিয়ে জনবান্ধব পুলিশিং সৃষ্টি করাই মূলত বিট পুলিশিং-এর মূল লক্ষ্য। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এসব সভা করা হচ্ছে।

[৬] তিনি প্রতিটি সভায় উপস্থিত থেকে বিটে বসবাসকারী সুনাগরিকগণকে মাদক, ইভটিজিং, জঙ্গী, দাঙ্গা, বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়